নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: দিল্লির মুখার্জি নগর এলাকার একটি অ্যাপার্টমেন্টের মহিলাদের পেইং গেস্ট হাউসে বুধবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে ৷ উত্তর-পশ্চিম দিল্লির মুখার্জি নগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর ৷ অবশ্য শহরের ফায়ার সার্ভিসের প্রধান জানিছেন যে, সেখানে থাকা 35 জন মেয়েকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে ৷
দিল্লি ফায়ার বিভাগের দাবি, তারা এদিন রাত পৌনে আটটা নাগাদ সিগনেচার অ্যাপার্টমেন্টে আগুনের খবর পেয়েছিল ৷ এরপরই 20টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ৷ দিল্লির চিফ ফায়ার সার্ভিস অফিসার অতুল গর্গ রাত সাড়ে ন'টার দিকে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, "আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে। সেখানে প্রায় 35 জন মেয়ে ছিল এবং সকলেই এই মুহূর্তে নিরাপদে রয়েছেন।"
দমকলের প্রাথমিক অনুমান, অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে একটি মিটার বোর্ড থেকে আগুন লাগে ৷ এরপর তা ক্রমে উপরের তলায় ছড়িয়ে পড়েছিল ৷ তিনি আরও জানান, বাড়িটি মোট চারতলা ৷ তবে একটিই মাত্র সিঁড়ি ৷ ছাদে একটি রান্নাঘরও রয়েছে বলেও জানিয়েছে দমকল কর্তৃপক্ষ ৷