নয়াদিল্লি, 27 ডিসেম্বর: মঙ্গলবার নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে যে কম-তীব্রতার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দিল্লি স্পেশাল সেল এবং ডগ স্কোয়াড-সহ এনআইএ আধিকারিকদের একটি দল বুধবার সকালেই ইজরায়েলি দূতাবাসে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে । বুধবার একজন কর্মকর্তা জানান, ঘটনার আগে দুজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে ঘুরতে দেখা গিয়েছে ।
সূত্রের দাবি, "সিসিটিভি ক্যামেরা স্ক্যান করার সময় দুই সন্দেহভাজনকে দেখা গিয়েছে ৷ তাঁদের মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলের কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা যায় ৷" তাঁরা আরও জানিয়েছেন যে, সন্দেহভাজন দু'জনকে সনাক্ত করতে এলাকার ক্যামেরাগুলি স্ক্যান করা হচ্ছে । এ দিকে, পুলিশ পাহাড়গঞ্জের চাবাদ হাউসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যেখানে বিপুল সংখ্যক ইজরায়েলি বসবাস করেন । মঙ্গলবার চাণক্যপুরীতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটার পরই, জরুরি ভিত্তিতে দিল্লির নিরাপত্তা সংস্থাগুলিকে তৎপর হতে বলা হয়েছে ৷
একটি বিস্তৃত অনুসন্ধান অভিযানের পরে সূত্রগুলি নিশ্চিত করেছে যে, ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা একটি টাইপ করা চিঠি-সহ সম্ভাব্য প্রমাণ পাওয়া গিয়েছে । চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে কর্মকর্তারা বিস্তারিত জানাতে চাননি । দিল্লি দমকল জানিয়েছে, "বিকাল 5:45-এ দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ দমকলের একটি ইঞ্জিন অবিলম্বে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল ৷"
দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার বিকেল 5টা 53 মিনিটে একটি পিসিআর কলে জানানো হয় যে, ইজরায়েল দূতাবাসের পিছনের দিক থেকে একটি বিকট শব্দ শোনা গিয়েছে । ঘটনাস্থলের সংবেদনশীলতা এবং একটি বিস্ফোরণের মতো শব্দের খবর পেয়েই ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দিল্লি পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন ।