জম্মু, 27 জুন : বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনা ঘাঁটি চত্বর ৷ রাত প্রায় দেড়টা নাগাদ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু'টি বিস্ফোরণ হয় সাতওয়ারিতে (Satwari) অবস্থিত জম্মু বিমানবন্দরের বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল (Jammu Air Force station) এলাকায় ৷ সঙ্গে সঙ্গে ওই অঞ্চলটি নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় ৷ উচ্চ-আধিকারিক, পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ (forensic experts), বম্ব ডিসপোজাল স্কোয়াড (bomb disposal squad) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ প্রাথমিক তদন্তে অনুমান, এই বিস্ফোরণ ঘটাতে বায়ুসেনা ঘাঁটির কাছে দুটি ড্রোন (Drones) পাঠানো হয়েছিল ৷ এই ঘটনায় দু'জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন ৷ কিন্তু বায়ুসেনা ঘাঁটির বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরের পর,কার্গিলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
রাত 1.45 নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় বায়ুসেনা ঘাঁটির টেকনিক্যাল এলাকার একতলা বাড়ির ছাদে আর দ্বিতীয়টি খোলা জায়গায় ৷ ভারতীয় বায়ুসেনা (IAF) তাদের একটি টুইটে জানিয়েছে, "কম তীব্রতার বিস্ফোরণের" (low-intensity explosions) ঘটনায় প্রথম বিস্ফোরণটি একটি বাড়ির ছাদে হওয়ায় ছাদটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ৷