পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্ল্যাক ফাংগাসের কবলে নাবালক-নাবালিকা, ভর্তি বেঙ্গালুরুর বাওরিং হাসপাতালে - ব্ল্যাক ফাংগাসের আক্রমণে দৃষ্টিশক্তি হারিয়েছে

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ধরা পড়েছিল ৷ এবার বাচ্চারাও আক্রান্ত হচ্ছে ৷ বেঙ্গালুরুতে একটি মেয়ে ও একটি ছেলে এই সংক্রমণের শিকার ৷

ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ এবার বাচ্চাদের মধ্যেও
ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ এবার বাচ্চাদের মধ্যেও

By

Published : May 31, 2021, 10:56 AM IST

বেঙ্গালুরু, 31 মে : এবার ব্ল্যাক ফাংগাস সংক্রমণের শিকার বাচ্চারাও ৷ বেঙ্গালুরুতে এতদিন প্রাপ্তবয়স্কদের মধ্যেই এই মারাত্মক ছত্রাকের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল ৷

বেলারির 13 বছর বয়সী একটি মেয়ের শরীরে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ তাকে বাওরিং হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ মেয়েটির টাইপ-1 ডায়াবেটিস রয়েছে ৷ এর সঙ্গে করোনা সংক্রামিত হয়েছে সে ৷

আরও পড়ুন : করোনা সংকটে জমানো অর্থ ত্রাণ তহবিলে দান বালকের

চিত্রদুর্গের 11 বছরের একটি ছেলেও ব্ল্যাক ফাংগাসের আক্রমণে দৃষ্টিশক্তি হারিয়েছে ৷ চিকিৎসকরা তার করনিয়ায় অস্ত্রোপচারের কথা ভাবছে ৷ তার করোনা সংক্রমণ হয়েছিল, অথচ তা কারও চোখে পড়েনি ৷ তাকে চিত্রদুর্গ থেকে মাইসোরে এনে বাওরিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details