পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Asaduddin Owaisi: সুরাতে ভোটের প্রচারে গিয়ে ওয়েইসি শুনলেন 'মোদি' স্লোগান, দেখানো হল কালো পতাকা

গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) সুরাতে প্রচারে গিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) শুনতে হল 'মোদি মোদি' স্লোগান ৷ তাঁকে দেখানো হল কালো পতাকা (Black flag)৷

black-flags-shown-to-aimim-chief-asaduddin-owaisi-in-gujarats-surat
সুরাতে ভোটের প্রচারে গিয়ে ওয়েইসি শুনলেন 'মোদি' স্লোগান, দেখানো হল কালো পতাকা

By

Published : Nov 14, 2022, 12:18 PM IST

সুরাত, 14 নভেম্বর: গুজরাতের সুরাতে একটি জনসভায় (Gujarat Assembly Election 2022) যোগ দিতে গেলে কালো পতাকা দেখানো হল এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi)৷ তাঁকে দেখে 'মোদি' 'মোদি' স্লোগান তুললেন উপস্থিত জনতার একাংশ ৷

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে রবিবার গুজরাত নির্বাচনের প্রচারে সুরাতে একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ৷ সেখানেই তাঁরে দেখানো হয় কালো পতাকা (Black flag) এবং 'মোদি মোদি' স্লোগান সোলা হয় ৷

আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে সুরাত পূর্ব আসন থেকে দাঁড়ানো AIMIM প্রার্থীর পক্ষে প্রচার করতে গিয়েছিলেন ওয়েইসি । রবিবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক ওয়ারীশ পাঠানের সঙ্গে একটি সমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা ছিল । হায়দরাবাদের সাংসদ মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম দিয়ে স্লোগান দিতে শুরু করেন ৷ ওয়েইসির সফরের বিরোধিতা করে তাঁরা কালো পতাকা দেখাতে থাকেন ৷

গত সপ্তাহে এআইএমআইএমের একজন মুখপাত্র অভিযোগ করেছিলেন, বন্দে ভারত ট্রেনে তাঁদের দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসির সফরের সময় সেই ট্রেনে পাথর ছোড়া হয়েছিল । তবে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে অস্বীকার করে পুলিশ ।

আরও পড়ুন:বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে কেন্দ্রকে তোপ ওয়েইসির

গুজরাতে 1 এবং 5 ডিসেম্বরে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ৷ 182 সদস্যের রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে মনে করা হয়েছে ৷

এআইএমআইএম ভোটের ময়দানে থাকা ছোট দলগুলির মধ্যে একটি । দলটি সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে এবং আরও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details