কুন্নুর (তামিলনাড়ু), 9 ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে কুন্নুরের ঘটনাস্থল থেকে পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স (MI 17V5 Black box identified) ৷ বুধবার ভারতীয় বায়ুসেনার এম 17 হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত-সহ সেই কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী ও আর 12 জন ৷
উইং কমান্ডার আর ভরদ্বাজের নেতৃত্বে বায়ুসেনা অফিসারদের একটি বিশেষ দল দুর্ঘটনাগ্রস্ত চপারটির ব্ল্যাকবক্স (Black box of crashed IAF Chopper found) উদ্ধার করে ৷ এর ফলে অনেক অজানা তথ্য উঠে আসবে বলে আশাবাদী সেনা ৷ আর কিছু পাওয়া যায় কি না, তার জন্য এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷