মুম্বই, 23 জুন : কোভিড প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠল শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে (Uddhav Thackeray) ৷ তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের মালাবার হিল থানায় কোভিড নিয়ম না মানার অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক তেজিন্দর পাল সিং বাগ্গা ৷ এই বিজেপি নেতার অভিযোগ, কোভিড আক্রান্ত অবস্থাতেই নিয়ম না মেনে ঘরের বাইরে বেরিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেছেন উদ্ধব ৷
এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে তেজিন্দর পাল সিং বাগ্গা বলেছেন, "কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেও ঠাকরে বিধি-নিষেধ না মেনে তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করেছেন, কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন ।"