হায়দরাবাদ, 22 ডিসেম্বর: মাস দুই-আড়াইয়ের মধ্যেই ঘোষণা হয়ে যাবে 2024 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ৷ সেই ভোটের সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ৷ সেমিফাইনালের ফলের নিরিখে বিজেপিরই পাল্লাভারী ৷ কারণ, হিন্দিবলয়ের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জয় পেয়েছে গেরুয়া শিবির ৷ মধ্যপ্রদেশে আসন বাড়িয়ে ক্ষমতা ধরে রেখেছে এবং রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা ৷
কর্ণাটক বিধানসভা ভোটে জয় পাওয়ার পর দাক্ষিণাত্যের আরও একটি রাজ্য তেলেঙ্গানায় সাফল্য পেয়েছে কংগ্রেস ৷ এই ফল তাদের জন্য আগামী লোকসভা ভোটে কিছুটা হলেও আশার আলো জিইয়ে রেখেছে ৷ কিন্তু 'ইন্ডিয়া' ব্লকের গঠনের পর বিরোধীদের যে সংঘবদ্ধ ছবিটা সামনে আসছিল, সেখানে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি ৷ এই তিনরাজ্যে জয় আবার ভোটের ময়দানে আবার তারা ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে চলে আসতে সক্ষম হয়েছে ৷ এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে বিভিন্ন জনসভায় দেওয়া ‘মোদি কি গ্যারান্টি’র স্লোগান ৷ মোদির গ্যারান্টির বিষয়টি আক্ষরিক অর্থেই ভোটারদের উপর যে প্রভাব ফেলেছে, তা নির্বাচনী ফলেই স্পষ্ট হয়েছে ৷
মধ্যপ্রদেশে বিজেপি 163টি আসন পেয়েছে ৷ 2018 সালের চেয়ে 54টি আসন বেশি পেয়েছে ৷ কংগ্রেস জিতেছে 66টি আসনে ৷ আগেরবারের থেকে তারা 48টি আসন কম পেয়েছে হাত শিবির ৷ মধ্য়প্রদেশে কংগ্রেসের 'জয়-বীরু' হিসেবে পরিচিত দিগ্বিজয় সিং ও কমল নাথের জুটি শিবরাজ সিং-এর নেতৃত্বাধীন বিজেপির ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ৷ এই হার কোণঠাসা করেছে কংগ্রেসকে। পাশাপাশি হিন্দিবলয়ের এই দুই প্রবীণ নেতার রাজনৈতিক ভবিষ্যৎও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷
অন্যদিকে, বিজেপির শিবরাজ সিং চৌহান, যিনি প্রায় দু’দশক ওই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর সরকারের বিভিন্ন প্রকল্প মহিলা ভোটারদের বিজেপির দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে ৷ তাছাড়া 2018 সালের ভোটে কংগ্রেসের হয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া ৷ যুব সমাজে তাঁর একটা প্রভাব রয়েছে ৷ গতবার ৷যুব সমাজের যে ভোট কংগ্রেসের দিকে ছিল, তা এবার বিজেপির দিকে চলে এসেছে ৷ কারণ, জ্যোতিরাদিত্য এখন বিজেপিতে ৷
রাজস্থানের ভোটারদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে 'মোদির গ্যারান্টি'র ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ৷ ফলে সেখানে বিজেপি 115 আসনে জিতে ক্ষমতায় এসেছে ৷ আর কংগ্রেস জিতেছে মাত্র 69টি আসনে ৷ গতবারের চেয়ে 30টি আসন কম পেয়েছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে যেখানে বিজেপি সরকারের উন্নয়নের প্রচার, প্রতিশ্রুতি কাজ করেছে, সেখানে রাজস্থানে কংগ্রেসের ক্ষেত্রে তা উলটো হয়েছে ৷ সেখানে ভোটাররা কংগ্রেসের কোনও প্রতিশ্রুতির উপরই ভরসা রাখতে পারেনি ৷
পরিসংখ্যান বলছে, যে পূর্ব রাজস্থানে যেখানে আগেরবার বিজেপি একটিমাত্র আসনে জিতেছিল ৷ এবার সেখানে 13টি আসনে জিতেছে ৷ অন্যদিকে, কংগ্রেস গতবার এই এলাকায় 20টি আসনে জিতেছিল ৷ এবার তারা সেখানে মাত্র আটটি আসন পেয়েছে ৷ সেখানে একটি ক্যানাল প্রজেক্ট করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস ৷ কিন্তু সেই প্রতিশ্রুতিতে মন ভরেনি ভোটারদের ৷ বরং তাঁরা বিজেপির 'আচ্ছে দিন'-এর উপরই ভরসা রেখেছেন ৷ তাছাড়া সচিন পাইলটও কংগ্রেসের যেন কিছুটা হলেও নেতিবাচক পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন ৷