মোরবি, 8 ডিসেম্বর: মোরবিতে সেতু দুর্ঘটনার দিন তিনি অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন ৷ ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধারকাজে ৷ নদীর জলে সাঁতরেও বাঁচিয়েছিলেন অনেকের প্রাণ ৷ বিজেপি'র সেই কান্তিলাল অম্রুতিয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন মোরবি বিধানসভা কেন্দ্র থেকে (Kantilal Amrutiya wins from Morbi) ৷ মোরবির সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 140 জন (Morbi Bridge Tragedy)৷
গুজরাতে ভোটপর্ব শুরুর ঠিক আগে মোরবির সেতু দুর্ঘটনা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল বিজেপি সরকারকে ৷ ফলে এই কেন্দ্রে ভোটের ফল কী হয়, সেদিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের ৷ যদিও ওই বিপর্যয়ের সময়েও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছিলেন কান্তিলাল অম্রুতিয়া ৷ এবার মোরবি বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি (BJP candidate Kantilal Amrutiya in Morbi) ৷