পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJPs Big Reshuffle: বিজেপিতে সাংগঠনিক রদবদল, চার রাজ্যে সভাপতি পরিবর্তন - G Kishan Reddy

চার রাজ্যে সভাপতি বদল করল বিজেপি ৷ দুই রাজ্যে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া দুই নেতাকে দায়িত্ব দেওয়া হল ৷ তেলঙ্গানায় নির্বাচন কমিটির দায়িত্ব যাঁকে দেওয়া হল তিনিও কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন ৷

BJPs Big Reshuffle
BJPs Big Reshuffle

By

Published : Jul 4, 2023, 8:00 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই: সাংগঠনিক রদবদল করল ভারতীয় জনতা পার্টি ৷ মঙ্গলবার কেন্দ্রের শাসক দলের তরফে চারটি রাজ্যের সভাপতি বদল করা হল ৷ তেলঙ্গানায় সভাপতি হলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি ৷ আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডি পুরন্ডেশ্বরীকে অন্ধ্রপ্রদেশের সভাপতি করা হয়েছে ৷ পঞ্জাবে সভাপতি করা হল সুনীল ঝাকড়কে ৷ আর ঝাড়খণ্ডে সভাপতির দায়িত্ব পেলেন বাবুলাল মারাণ্ডি ৷ এছাড়া এতেলা রাজেন্দরকে তেলঙ্গানার নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷

আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে চলতি বছরের শেষে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তাছাড়া লোকসভা নির্বাচনের সঙ্গেও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ এই পরিস্থিতিতে বিজেপি সাংগঠনিক স্তরে রদবদল করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছিল ৷ অবশেষে সেটাই হল ৷ সূত্রের খবর, আগামিদিনে আরও কয়েকটি রাজ্যে সাংগঠনিক রদবদল হতে পারে ৷

অন্যদিকে এই রদবদল কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে ৷ কারণ, দু’জন কেন্দ্রীয়মন্ত্রীকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ স্বাভাবিকভাবে তাঁরা মন্ত্রিত্ব ছেড়ে দেবেন ৷ সেই জায়গায় নতুন কেউ আসতে পারেন ৷ তেলঙ্গানায় বিজেপির সভাপতি ছিলেন বান্ডি সঞ্জয় কুমার ৷ সূত্রের খবর, তাঁকে এবার মোদির মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে ৷ তবে সঞ্জয় কুমারের বিরুদ্ধে নেতৃত্ব দিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে ৷ তাই শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর একমাত্র বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছেই রয়েছে ৷

প্রসঙ্গত, তেলঙ্গানায় আগামী বছর বিধানসভা নির্বাচন ৷ ওই রাজ্যে ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্র সমিতি ৷ তেলঙ্গানা রাজ্য তৈরি হওয়ার পর থেকে কে চন্দ্রশেখরের দল ওই রাজ্যের ক্ষমতায় ৷ সেখানে এবার কংগ্রেস সংগঠনের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে ৷ একই ভাবে ওই রাজ্যে তৎপর বিজেপিও ৷ সেই লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে মনে করা হচ্ছে ৷ সূত্রের খবর, সেই কারণেই এতে রাজিন্দরকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর সঞ্জয় কুমারকে সরিয়ে দেওয়া হল ৷

অন্যদিকে পঞ্জাবে দায়িত্ব পাওয়া সুনীল ঝাকড় আবার কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন ৷ তিনি পঞ্জাবে কংগ্রেসের প্রদেশ সভাপতিও ছিলেন ৷ রাজিন্দর ও পুরন্ডেশ্বরীও কংগ্রেস থেকে বিজেপিতে এসে বড় দায়িত্ব পেলেন ৷ এদিকে ঝাড়খণ্ডে দীপক প্রকাশকে সরিয়ে আদিবাসী নেতা বাবুলালের উপর ভরসা রাখলেন মোদি-শাহরা ৷

আরও পড়ুন:মস্তিষ্ক বনাম মনের লড়াইয়ে গভীর জটে 'পাওয়ার গেম'! শিন্ডের ভবিষ্যৎ কী?

ABOUT THE AUTHOR

...view details