দক্ষিণ কন্নড়, 27 জুলাই: মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাই'য়ের বর্ষপূর্তিতে অশান্ত কর্নাটক । দক্ষিণের রাজ্যে খুন হলেন বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ কুমার নেত্তারু ৷ মঙ্গলবার দক্ষিণ কন্নড়ের ঘটনায় উত্তাল কর্নাটকের উপকূলীয় অঞ্চলগুলি ৷ পুত্তুর, সুল্লিয়া এবং কাদাবা তালুকে 144 ধারাও জারি করা হয়েছে ৷ (BJP Yuva Morcha worker was murdered by miscreants in Dakshina Kannada) ৷ আগেই প্রতিবাদে এলাকাগুলিতে বনধ ডেকেছিল হিন্দু সংগঠনগুলি । ঘটনার তীব্র নিন্দা করে দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Chief Minister Basavaraj Bommai) ৷ খুন হওয়া বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনা করেছেন ৷
সুলিয়ার বাসিন্দা নিহত বছর একত্রিশের বিজেপি কর্মী প্রবীণ কুমার নেত্তারু (Praveen Kumar Nettaru) বিজেপি যুব মোর্চার সদস্য হিসেবেই পরিচিত ছিলেন এলাকায় ৷ পুত্তুরের বেল্লারি গ্রামে প্রবীণের একটি মুরগির দোকান আছে ৷ মঙ্গলবার রাতে দু'জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে তলোয়ার নিয়ে আক্রমণ করে চম্পট দেয় ৷ রক্তাক্ত প্রবীণকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর কাঁধের আঘাত এতটাই গুরুতর ছিল যে, তিনি মারা যান ৷