পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka BJP Youth Death: বিজেপির যুব মোর্চা কর্মী খুনে উত্তাল কর্নাটক, পুত্তুরে জারি 144 ধারা - Praveen Kumar Nettaru

কর্নাটকের উপকূলীয় জেলায় মঙ্গলবার রাতে অজানা দুষ্কৃতীদের হামলায় মারাত্মক জখম হন কর্নাটকের বিজেপি কর্মী ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ এই ঘটনায় হিন্দু সংগঠনগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে (Karnataka BJP Youth Death) ৷

Karnataka BJP Youth Killed
বিজেপি কর্মী প্রবীণ

By

Published : Jul 27, 2022, 2:07 PM IST

দক্ষিণ কন্নড়, 27 জুলাই: মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাই'য়ের বর্ষপূর্তিতে অশান্ত কর্নাটক । দক্ষিণের রাজ্যে খুন হলেন বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ কুমার নেত্তারু ৷ মঙ্গলবার দক্ষিণ কন্নড়ের ঘটনায় উত্তাল কর্নাটকের উপকূলীয় অঞ্চলগুলি ৷ পুত্তুর, সুল্লিয়া এবং কাদাবা তালুকে 144 ধারাও জারি করা হয়েছে ৷ (BJP Yuva Morcha worker was murdered by miscreants in Dakshina Kannada) ৷ আগেই প্রতিবাদে এলাকাগুলিতে বনধ ডেকেছিল হিন্দু সংগঠনগুলি । ঘটনার তীব্র নিন্দা করে দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Chief Minister Basavaraj Bommai) ৷ খুন হওয়া বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনা করেছেন ৷

সুলিয়ার বাসিন্দা নিহত বছর একত্রিশের বিজেপি কর্মী প্রবীণ কুমার নেত্তারু (Praveen Kumar Nettaru) বিজেপি যুব মোর্চার সদস্য হিসেবেই পরিচিত ছিলেন এলাকায় ৷ পুত্তুরের বেল্লারি গ্রামে প্রবীণের একটি মুরগির দোকান আছে ৷ মঙ্গলবার রাতে দু'জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে তলোয়ার নিয়ে আক্রমণ করে চম্পট দেয় ৷ রক্তাক্ত প্রবীণকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর কাঁধের আঘাত এতটাই গুরুতর ছিল যে, তিনি মারা যান ৷

আরও পড়ুন: দিল্লির ময়ূর বিহারে গুলিতে খুন বিজেপি নেতা জিতু চৌধুরী

ঘটনার পর রাজ্যের সাম্প্রদায়িক দিক থেকে সংবেদনশীল জেলাগুলি এবং উপকূলীয় অঞ্চলগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ ইতিমধ্যে গেরুয়া-কর্মী হত্যার ঘটনায় সাম্প্রদায়িকতার তত্ত্ব খাড়া করা হচ্ছে ৷ হিন্দু সমাজকর্মীদের দাবি, চারদিন আগে সংখ্যালঘু সম্প্রদায়ের এক তরুণ খুন হন ৷ তার প্রতিশোধ হিসেবেই প্রবীণকে নিশানা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হল ৷ সোশ্যাল মিডিয়াও ভরে উঠেছে একের পর এক প্রতিবাদী পোস্টে ৷ পুলিশও এই খুনের কারণ নিয়ে ওই সমাজকর্মীদের সঙ্গে একমত ৷

ডেপুটি কালেক্টর ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছন, এই দাবিতে গতকাল রাতে বিজেপি যুব মোর্চার সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ প্রবীণের মরদেহ নিয়ে মোর্চা সদস্যরা যাত্রা করে নেত্তারু পৌঁছন ৷ সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ বেল্লারি পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷ দুষ্কৃতীদের ধরতে 4টি বিশেষ দলও গঠন করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details