পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

HP Assembly Polls 2022: সংখ্যাগরিষ্ঠতা না পেলে হিমাচলে সরকার গড়তে বিকল্প পরিকল্পনাও তৈরি বিজেপির - বিজেপি

গত 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (HP Assembly Polls 2022) হয়েছে ৷ আগামিকাল, বৃহস্পতিবার ফল প্রকাশিত হবে ৷ বুথ ফেরত সমীক্ষাগুলি (Exit Poll) বিজেপির পক্ষেই বাজি ধরেছে ৷ তার পরও ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কায় বিকল্প পরিকল্পনাও তৈরি রাখছে গেরুয়া শিবির ৷

bjp-working-on-plan-b-as-himachal-pradesh-mission-repeat-looks-unlikely
HP Assembly Polls 2022: সংখ্যাগরিষ্ঠতা না পেলে হিমাচলে সরকার গড়তে বিকল্প পরিকল্পনাও তৈরি বিজেপির

By

Published : Dec 7, 2022, 2:35 PM IST

শিমলা (হিমাচল প্রদেশ), 7 ডিসেম্বর: একই দল পর পর দু’বার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সরকার তৈরি করতে পারে না ৷ গত 37 বছর ধরেই পাহাড়ি রাজ্যে এই রীতি চলে আসছে ৷ এবার তা ভাঙতে মরিয়া ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাই হিমাচলে পরপর দু’বার সরকার গড়তে সবরকম পরিকল্পনা করে রেখেছে গেরুয়া শিবির ৷

68 আসনের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে (HP Assembly Polls 2022) জিততে প্রচারে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি বিজেপি ৷ বারবার ওই রাজ্যে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রার্থীদের ভুলে তাঁর কথা মাথায় রেখে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও করেন তিনি ৷ ভোট শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষাও (Exit Poll) বিজেপির উপরই বাজি ধরেছে ৷

কিন্তু তার পরও নিশ্চিত নয় মোদির দল ৷ তাই ইতিমধ্যে নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ৷ ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে তাঁদের সমর্থন নিয়ে সরকার গড়ার চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের অন্দরমহলের একটি সূত্র থেকেই এই খবর পাওয়া গিয়েছে ৷

হিমাচলে সরকার গড়তে প্রয়োজন পড়বে 35 জন বিধায়ক ৷ 2017 সালে বিজেপি 44টি আসনে জিতেছিল ৷ ফলে কারও সাহায্য ছাড়াই সেখানে সরকার গড়ে তারা ৷ মুখ্যমন্ত্রী করা হয় জয়রাম ঠাকুরকে ৷ বিজেপির সূত্রের দাবি, তাঁকে আপাতত দিল্লির বিজেপি নেতৃত্ব শিমলায় থাকতে নির্দেশ দিয়েছেন ৷ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই দিকে নজর রাখতে বলা হয়েছে ৷

আগামিকাল, বৃহস্পতিবার হিমাচল প্রদেশে বিধানসভার নির্বাচনের গণনা হবে ৷ সকাল থেকে সময় যত এগোবে যে ওই রাজ্যে 37 বছরের রীতি ভেঙে আবার সরকার গড়তে পারল কি না বিজেপি ! অন্যদিকে যদি ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়, তাহলে শেষ পর্যন্ত কংগ্রেসকে (Congress) দূরে সরিয়ে বিজেপি সরকারে থেকে যেতে পারে কি না !

আরও পড়ুন:গুজরাত-হিমাচলে মোদি ম্যাজিকেই ভরসা জনতার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

ABOUT THE AUTHOR

...view details