শিমলা (হিমাচল প্রদেশ), 7 ডিসেম্বর: একই দল পর পর দু’বার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সরকার তৈরি করতে পারে না ৷ গত 37 বছর ধরেই পাহাড়ি রাজ্যে এই রীতি চলে আসছে ৷ এবার তা ভাঙতে মরিয়া ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাই হিমাচলে পরপর দু’বার সরকার গড়তে সবরকম পরিকল্পনা করে রেখেছে গেরুয়া শিবির ৷
68 আসনের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে (HP Assembly Polls 2022) জিততে প্রচারে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি বিজেপি ৷ বারবার ওই রাজ্যে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রার্থীদের ভুলে তাঁর কথা মাথায় রেখে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও করেন তিনি ৷ ভোট শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষাও (Exit Poll) বিজেপির উপরই বাজি ধরেছে ৷
কিন্তু তার পরও নিশ্চিত নয় মোদির দল ৷ তাই ইতিমধ্যে নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ৷ ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে তাঁদের সমর্থন নিয়ে সরকার গড়ার চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের অন্দরমহলের একটি সূত্র থেকেই এই খবর পাওয়া গিয়েছে ৷