নয়াদিল্লি, 9 অগস্ট:ফের বিতর্কে জড়ালেন রাহুল গান্ধি । সংসদে অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে মহিলা সাংসদদের দিকে 'ফ্লাইং কিস' ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল রাহুলের বিরুদ্ধে । বুধবার সংসদে রাহুলের জবাবি ভাষণে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । একইসঙ্গে রাহুল গান্ধির বিরুদ্ধে বিজেপি মহিলা সাংসদরা এদিন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগও দায়ের করেছেন ।
137 দিনের মাথায় সোমবারই সাংসদ পদ ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধি । আর এদিন মণিপুর নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য রাখেন তিনি । 37 মিনিটের রাহুলের বক্তব্যের মাঝে একাধিক বার পয়েন্ট অফ অর্ডার আনেন সরকার পক্ষের সাংসদরা । রাহুলের 'ভারত মাতার হত্যা' মন্তব্য নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন খোদ লোকসভার পরিষদীয় মন্ত্রীও । কংগ্রেস সাংসদের এই বক্তব্য নিয়ে খোদ স্পিকারও মুখ খোলেন । এই হট্টগোলের মাঝেই বিজেপি মহিলা সাংসদদের উদ্দেশে চুম্বন ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল রাহুল গান্ধির বিরুদ্ধে ।
এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন স্মৃতি ইরানি-সহ বিজেপি মহিলা সাংসদরা । সেখানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়ার দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে রাহুলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, সংসদে বক্তব্য রাখার সময় মহিলা সাংসদদের প্রতি 'অনুপযুক্ত অঙ্গভঙ্গি' করেছেন রাহুল গান্ধি। যা সংসদের মর্যাদাহানির সমান ।