হায়দরাবাদ, 3 জুলাই: "আগামী 30-40 বছর দেশে বিজেপি'রই যুগ চলবে ৷ এই সময়কালের মধ্যেই ভারত হয়ে উঠবে 'বিশ্বগুরু' (World Leader) ৷" বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে রবিবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ এদিনের বৈঠকে দলের রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় অমিত শাহ আরও বলেন, "রাজনীতিতে পরিবারতন্ত্র, জাতিপ্রথা ও তোষণের কারণেই এতবছর ধরে নানা সমস্যায় ভুগতে হয়েছে দেশকে ৷"
সূত্রের খবর, এদিন যে রাজনৈতিক প্রস্তাব অমিত শাহ পেশ করেছেন সেখানে বিভিন্ন রাজ্যের পরিবারতন্ত্রকে তীব্র আক্রমণ করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি বিজেপি পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় ক্ষমতায় আসবে বলেও জানিয়েছেন শাহ (BJP will come in power in West Bengal soon says Amit Shah)৷ বাংলায় পরিবারতন্ত্র চলছে বলেও অভিযোগ তাঁর ৷ এর পাশাপাশি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও বিজেপি সরকার গড়বে বলে এই প্রস্তাবে বলা হয়েছে ৷