পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC in Tripura: ত্রিপুরায় জিততে 2018 এর মতোই মিথ্যা প্রতিশ্রুতি বিজেপি'র, অভিযোগ তৃণমূলের - 2018 এর মতোই মিথ্যা প্রতিশ্রুতি বিজেপির

চলতি বছরেই বিধানসভা নির্বাচন ত্রিপুরায় ৷ বাঙালি অধ্যুষিত এই রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল ৷ সেই সূত্রেই রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি সরকারকে বিঁধল প্রদেশ তৃণমূল নেতৃত্ব (Tripura TMC allegation against BJP) ৷

ETV Bharat
সাংবাদিক বৈঠকে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব

By

Published : Jan 7, 2023, 6:10 PM IST

আগরতলা, 7 জানুয়ারি: ত্রিপুরার বিধানসভা ভোটে (Tripura Assembly Election) জিততে রাজ্যবাসীকে ফের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি ৷ যেমনটা তারা করেছিল 2018 সালে ৷ এই অভিযোগ তোলা হল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৷ শনিবার এক সাংবাদিক বৈঠকে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস আরও জানান, বিজেপি'র 'জন বিশ্বাস যাত্রা' প্রমাণ করে দিচ্ছে যে মানুষের সমর্থন ও বিশ্বাস তারা হারিয়েছে (Tripura TMC allegation against BJP) ৷

এদিন পীযূষকান্তি বিশ্বাস আরও জানান, বিজেপি'র 'জন বিশ্বাস যাত্রা' প্রমাণ করে দিচ্ছে যে মানুষের সমর্থন ও বিশ্বাস তারা হারিয়েছে ৷ এদিন তিনি বলেন, "2018 সালে যেমন নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি, এবারও তারা সেই পথই ধরেছে ৷ 2018 সালে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব পূরণ করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ৷ এই ধরনের মন্তব্যের আমরা তীব্র নিন্দা করছি ও প্রতিবাদ জানাচ্ছি ৷"

আরও পড়ুন:জাতি ভিত্তিক জনগণনা শুরু হল বিহারে

এদিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন ত্রিপুরার তৃণমূল সভাপতি ৷ তিনি বলেন, "2018 সালের মতো এবারও রাজ্যে এসে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত শাহ ৷ তিনি বলেছেন রাজ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু করা হয়েছে ৷ কিন্তু এটা মিথ্যা কথা, এখনও সরকারি কর্মীরা তা পাননি ৷ বিজেপি 2018 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50 হাজার চাকরি দেওয়ার ৷ সেটাও পূরণ হয়নি ৷ গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পেও দৈনিক মজুরি বাড়িয়ে 340 টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কথাও রাখেনি বিজেপি ৷ এই সরকারের আমলে রাজ্যে কোনও শিল্প হয়নি ৷ বিজেপির গুন্ডাদের হাতে রয়েছে রাজ্য ৷"

মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান ইস্যুতেও সরব হয়েছে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব (Tripura TMC slams BJP) ৷ পানীয় জলও রাজ্যের বহু প্রান্তে পৌঁছয় না বলে অভিযোগ তৃণমূলের ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত 44 শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছয়নি ৷ জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে গ্যাসের সংযোগও পায়নি বহু পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details