ওয়ানাড়, 13 অগস্ট: আদিবাসীদের 'বনবাসী' বলে আখ্যা দিয়ে তাঁদের জঙ্গলের মধ্যেই আটকে রাখতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ ফের এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, এই ভাবে আদিবাসী সম্প্রদায়ের জমির মালিক হিসেবে অধিকার অস্বীকার করতে চাইছে কেন্দ্র ৷
দিনকয়েক আগে রাজস্থানের একটি দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়েও এই একই অভিযোগ করেছিলেন ওয়েনাড়ের সাংসদ ৷ সেখানে তিনি বলেছিলেন, বিজেপি আদিবাসী সম্প্রদায়কে আদিবাসীর পরিবর্তে 'বনবাসী' বলে অপমান করেছে এবং তাদের বনভূমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার জন্য কেড়ে নিতে চাইছে ৷ এ বার নিজের সংসদ এলাকা ওয়ানাড়ের মানানথাবাদি এলাকায় নল্লুরনাদে ডক্টর আম্বেদকর জেলা মেমোরিয়াল ক্যান্সার সেন্টারে একটি অনুষ্ঠানে রাহুল সেই একই কথার উত্থাপন করে বলেন, আদিবাসীদের বনবাসী বলার পিছনে একটি 'বিকৃত যুক্তি' রয়েছে ।
রাহুলের অভিযোগ, "আপনারা (আদিবাসীরা) জমির আসল মালিক এটা অস্বীকার করা এবং আপনাদের জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ করে রাখা ৷ আপনি জঙ্গলেরই মানুষ এবং জঙ্গল ছেড়ে আপনাদের যাওয়া উচিত নয় ৷"
রাগার মতে, এই মতাদর্শটি তাঁর দলের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ বনবাসী শব্দটি আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের একটি 'বিকৃতি' এবং দেশের সঙ্গে তাঁদের সম্পর্কের প্রতি 'আক্রমণ'। তিনি বলেন, "আমাদের (কংগ্রেস) জন্য আপনারা আদিবাসী, জমির আসল মালিক ৷"