ভোপাল, 11 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনে জিতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে সরকার গড়তে চলেছে বিজেপি ৷ এই তিনরাজ্যে বাকি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ জয়ের পর গেরুয়া শিবিরের তরফে মুখ্যমন্ত্রীদের নাম নিয়ে বজায় ছিল সাসপেন্স । তবে রবিবার সেই সাসপেন্স থেকে পর্দা উঠেছে ৷ কে হচ্ছেন ছত্তিশগড়ের নয়া মুখ্যমন্ত্রী, তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি । তবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখা যাবে তার উপর থেকে এখনও পর্দা ওঠেনি ৷ কারণ এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কোনও নাম ঘোষণা করা হয়নি ।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশে সোমবার অর্থাৎ আজ বিজেপি বিধায়ক নিয়ে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেখানেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নির্ধারণ করা হবে । এই বৈঠকের জন্য বিজেপির রাজ্য সভাপতি সমস্ত বিধায়ককে বিজেপির রাজ্য অফিস ভোপালে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন । বিধায়কদের এই বৈঠক নিয়ে নির্দেশিকাও দেওয়া হয়েছে । বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা তাঁদের সহকারী এবং নিরাপত্তা কর্মীদের দলীয় অফিসে প্রবেশের জন্য অনুরোধ করবেন না এবং বৈঠকের আগে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেবেন না ।
বিজেপির বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা:এই বৈঠকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও উপস্থিত থাকবেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, অনগ্রসর শ্রেণির জাতীয় সভাপতি কে লক্ষ্মণ এবং জাতীয় সম্পাদক আশা লাকড়া । বৈঠকের জন্য জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বিজেপির পরিষদীয় দলের বৈঠক সকাল 11টা থেকে শুরু হয়েছে ৷ তারপরে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি থাকছে । এরপর বিকেল 3টে থেকে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গ্রুপ ফটো সেশন হবে । শেষে বিকাল 3টে 50মিনিটে আবারও পরিষদীয় দলের বৈঠক শুরু হবে ৷ তারপরে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে ।