পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP Slams Rahul on Birthday : দেশ ভাঙার কারিগর ! রাহুলের জন্মদিনে বিশেষ 'উপহার' বিজেপির - on his birthday over social media post

জন্মদিনে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করল বিজেপি। সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতিকে নিশানা করল গেরুয়া শিবির।

BJP Slams Rahul on Birthday
রাহুল গান্ধী

By

Published : Jun 19, 2023, 8:46 AM IST

নয়াদিল্লি,19 জুন: জন্মদিনে একাধিক প্রসঙ্গ তুলে ধরে রাহুল গান্ধীকে কড়া কটাক্ষ করল বিজেপি। কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির 53তম জন্মদিন সোমবার। 1970 সালের এই দিন রাজীব এবং সোনিয়ার প্রথম সন্তান রাহুলের জন্ম হয়। নেতার জন্মদিনে স্বভাবতই মেতে উঠেছে কংগ্রেস। ঠিক একইভাবে জন্মদিনে রাহুলকে কটাক্ষ করতে কার্যত কোমর বেঁধে নেমেছে বিজেপি।

সলতে পাকানোর কাজটা অবশ্য রবিরাব থেকেই শুরু করে দিয়েছিল বিজেপির সোশ্য়াল মিডিয়া টিম। সোমবার সকালের মধ্যেই টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু পোস্ট করা হয়ে গিয়েছে। তার কোনটায় রাহুল তনয়কে দেশ ভাঙার কারিগর হিসেবে তুলে ধরা হয়েছে। কোনওটায় আবার তাঁর পুরনো মন্তব্যকে হাতিয়ার করা হয়েছে। সারাদিনে আরও বেশ কয়েকটি এই ধরনের ভিডিয়ো পোস্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য রবিবার বিকেলে টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন। প্রায় আড়াই মিনিটের এই ভিডিয়োতে অ্য়ানিমেশনের মাধ্যমে রাহুল গান্ধীকে দেশ ভাঙার কারিগর হিসেবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিভিন্ন ক্ষেত্রে মনে রাখার মতো উন্নতি করছে । দেশের এই উন্নয়নকে রুখে দিতেই বিদেশি শক্তিদের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল। ভিডিয়োর পরবর্তী অংশে আরও দেখানো হয়েছে দেশকে টুকরো টুকরো করার লক্ষ্য নিয়েই বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেশের সমালোচনা করছেন লোকসভার এই প্রাক্তন সদস্য। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ থেকে শুরু করে অনেকেই এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

আরও পড়ুন: 23 জুন এক টেবিলে বসছেন রাহুল ও মমতা, সৌজন্যে নীতীশ

এরপর সোমবার সকালে আরও একটি ভিডিয়ো পোস্ট হয়। বিজেপির ওই অফিশিয়াল অ্য়াকাউন্টে পোস্ট হওয়া ভিডিয়োতে রাহুলকে একটি সভায় ভাষণ দিতে শোনা গিয়েছে। সেখানে তিনি বলছেন, "আপনাদের একটা মনের কথা বলতে চাই। আমি সকালে আমি রাতে ঘুম থেকে উঠেছিলাম !" এর আগেও বহুবার সামাজিক মাধ্যমে রাহুলের এই ভিডিয়ো নিয়ে চর্চা হয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে । এবার তাঁর জন্মদিনে ফের সেই বিষয়টিকে হাতিয়ার করেই কটাক্ষ করল বিজেপি।

ABOUT THE AUTHOR

...view details