পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP suspends MLA T Raja Singh পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিধায়ককে বরখাস্ত করল বিজেপি - Telangana BJP MLA

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে দল থেকে বরখাস্ত করল বিজেপি (T Raja Singh suspended from BJP) ৷ মঙ্গলবার তাঁকে দল থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি ৷ ইতিমধ্যেই ওই বিধায়ককে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ (BJP MLA T Raja Singh arrested) ৷

BJP suspends telangana MLA
Etv Bharat

By

Published : Aug 23, 2022, 3:19 PM IST

Updated : Aug 23, 2022, 4:23 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে দল থেকে বরখাস্ত করল বিজেপি শীর্ষ নেতৃত্ব (T Raja Singh suspended from BJP) ৷ একই সঙ্গে তাঁকে শো-কজও করা হয়েছে ৷ কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না, 10 দিনের মধ্যে টি রাজা সিং-কে তার জবাব দিতে হবে ৷ বিতর্কিত মন্তব্যের কারণে মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ ৷

বিজেপি'র কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি মঙ্গলবার টি রাজা সিং-কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় (BJP suspends MLA T Raja Singh) ৷ দলের তরফে তাঁকে যে নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, "বিভিন্ন বিষয়ে আপনি যে মত প্রকাশ করেছেন তা দলের অবস্থানের সঙ্গে মেলে না ৷ আপনার এইসব মন্তব্য দলের সংবিধানে উল্লিখিত নিয়মের উল্লঙ্ঘনের সমান ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনাকে দল থেকে বরখাস্ত করা হল ৷ কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না, 10 দিনের মধ্যে তাঁর জবাব দিতে হবে আপনাকে ৷"

তেলাঙ্গানার দলীয় বিধায়ক টি রাজা সিংকে বরখাস্ত করেছে বিজেপি

আরও পড়ুন: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার বিজেপি বিধায়ক

হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দু'বারের বিধায়ক টি রাজা সিং (Telangana BJP MLA) ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউটিউব ভিডিয়োর মাধ্যমে পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোমবার রাত থেকে হায়দরাবাদের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ শহরের পুলিশ কমিশনারের দফতরের বাইরেও চলে প্রতিবাদ ৷ বিভিন্ন থানায় ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে টি রাজা সিংয়ের বিরুদ্ধে (BJP MLA T Raja Singh arrested) ৷

ভাইরাল হওয়া ইউটিউব ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন ৷ সেই সময়ই বিজেপি নেত্রীর নূপুর শর্মার মতোই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷ গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং ৷ অভিযোগ, অনুষ্ঠান বাতিল করে দেওয়ার জন্য 50 জনের দলবল নিয়ে গিয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করেন তিনি ৷ কট্টর এই হিন্দুত্ববাদী নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন ৷

আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

অবশ্য এতকিছুর পরেও দমতে রাজি নন ওই বিধায়ক ৷ মঙ্গলবার গ্রেফতারির সময়ে তিনি জানিয়েছেন, তাঁর ভিডিয়ো সামাজিক মাধ্যমগুলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে ছাড়া পেয়েই তিনি ওই ভিডিয়োর দ্বিতীয় অংশ আপলোড করবেন ৷ তাঁর কথায়, "আমি ধর্মের জন্য এইসব করছি, ধর্মের জন্য আমি মরতেও পারি ৷"

Last Updated : Aug 23, 2022, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details