দেরাদুন, 24 সেপ্টেম্বর : অঙ্কিতা ভান্ডারির দেহ উদ্ধার (Ankita Bhandari Body Found) হতেই উত্তরাখণ্ডের দু’জন নেতাকে সাসপেন্ড করল বিজেপি (BJP) ৷ বছর ঊনিশের তরুণী অঙ্কিতার হত্যায় অভিযুক্ত পুলকিত ৷ তাঁর বাবা বিনোদ আর্য উত্তরাখণ্ডে বিজেপির নেতা ও ওবিসি মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ৷ তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি ৷ একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে বিনোদের আরেক ছেলে অঙ্কিতকেও ৷ অঙ্কিত উত্তরাখণ্ডের বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷
জানা গিয়েছে যে অঙ্কিতা একটি রিসর্টের কর্মী ছিলেন ৷ তাঁর বাড়ি শ্রীকোটের দোভে এলাকায় ৷ আর রিসর্টটি উত্তরাখণ্ডের পারুই গারওয়ালে অবস্থিত ৷ রিসর্টের মালিক বিনোদ আর্যর ছেলে পুলকিত ৷ গত 18 সেপ্টেম্বর অঙ্কিতা নিখোঁজ হয়ে যান ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই এই ইস্য়ুতে উত্তপ্ত হয়েছে উত্তরাখণ্ডের ওই এলাকা ৷ বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷
এর মধ্যে শনিবার সকালে চিল্লা ক্যানাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার হয় ৷ এই নিয়ে টুইটারে দুঃখপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ তবে আগেই এই ঘটনায় তিনি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছেন ৷ সেই সিটের মাথায় রয়েছেন ওই রাজ্যের ডিআইজি পদমর্যাদার আধিকারিক পি রেনুকা দেবী ৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভেঙে ফেলা হয়েছে ওই রিসর্টটিও ৷