নয়াদিল্লি, 29 জুলাই : রাহুল তো কংগ্রেস দলটাকেই চালাতে পারলেন না, তাঁর ফোনে কেউ আড়ি পাতবে কেন, এই মন্তব্য করে রাহুল গান্ধির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি-র মুখপাত্র (BJP Spokesperson) সম্বিৎ পাত্র (Sambit Patra) ৷ গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) নিয়ে ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করার অভিযোগ আনেন বিজেপি সরকারের বিরুদ্ধে ৷ "ভারত সরকার পেগাসাস কিনেছে কি না, এর জবাব হ্যাঁ বা না", স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগেন ওয়েনাড়ের সাংসদ (Wayanad MP) ৷ এদিকে সংসদেও (Parliament) পেগাসাস নিয়ে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷
এই পেগাসাস বিতর্ককে "মিথ্যে অভিসন্ধি" (Doctored Motive) আখ্যা দেন বিজেপি নেতা ৷ বরং তারা এই সময় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তিত নয়, মানুষের জীবন নিয়ে খেলছে বলে বিরোধী দলকে আক্রমণ করেন সম্বিৎ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতিকে মানুষের স্বর রুদ্ধ করা হচ্ছে বলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি ৷