পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার্ড বিমানে 24 কোটি টাকা খরচ বিজেপির - বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার বিমান

বিহার ভোটে কমিশন যে নির্দেশিকা জারি করেছিল তাতে, একজন প্রার্থী একটি ভোটে 30 লাখ 80 হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারেন ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে, সেই সংক্রান্ত কোনও উল্লেখ নেই ৷

বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার বিমান
বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার বিমান

By

Published : May 22, 2021, 1:50 PM IST

Updated : May 22, 2021, 4:32 PM IST

নয়াদিল্লি ও পটনা, 22 মে : গত বছর বিহারের বিধানসভা ভোটে 26 কোটি 7 লাখ খরচ করেছে বিজেপির দিল্লি অফিস ৷ তার মধ্যে 24 কোটি 7 লাখ টাকা খরচ করেছে শুধুমাত্র চার্টার্ড বিমানের জন্য ৷ জে পি নাড্ডা-রাজনাথ সিং-যোগী আদিত্যনাথের মতো তারকা প্রচারকদের যাতায়াতে খরচ হয়েছে এই বিশাল অঙ্কের টাকা ৷

বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে খরচের যে হিসেব দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির বিহার শাখা 28 কোটি টাকা খরচ করেছে ভোটের সময় ৷ এর মধ্যে প্রার্থীদের প্রচারে সাহায্যের জন্য খরচ হয়েছে সাড়ে 16 কোটি টাকা ৷ হিসেব বলছে, 15 লাখ টাকা করে দেওয়া হয়েছে প্রার্থীদের ৷ ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত দিল্লি অফিস ও বিহারের দলীয় কার্যালয় মিলিয়ে প্রায় 71 কোটি 73 লাখ টাকা খরচ হয়েছে ৷

বিহারে ভোটের দিন ঘোষণার আগে দিল্লি ও বিহার বিজেপির অ্যাকাউন্ট মিলিয়ে ছিল 2376.90 কোটি টাকা ৷ আর ভোটের শেষে সেই অঙ্ক এসে দাঁড়ায় 2279.96 কোটি টাকায় ৷

মার্চ মাসে দলের যে খরচের হিসেব জমা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির তিন তারকা প্রচারক -- সুশীলকুমার মোদি, দেবেন্দ্র ফড়নবিশ ও শাহনওয়াজ় হুসেনের বিমান ও গাড়ির জন্য খরচ হয়েছে দেড় কোটি টাকা ৷ বাকি নেতাদের ট্রেন ও গাড়িতে যাতায়াত বাবদ 45 লাখ 60 হাজার টাকা খরচ হয়েছে ৷

এছাড়া 16 কোটির বেশি টাকা খরচ হয়েছে শুধু বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের জন্য ৷ এই অঙ্কটি শুধু বিহার বিজেপির কার্যালয় থেকে খরচ হয়েছে ৷ এর মধ্যে 1 কোটি 59 লাখ টাকা দেওয়া হয়েছে গুগলকে ৷ কমিশনের থেকে বিহারের ভোটের জন্য যে ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছিল, তা অনুযায়ী একজন প্রার্থী একটি ভোটে 30 লাখ 80 হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারে ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে, সেই সংক্রান্ত কোনও উল্লেখ নেই ৷

Last Updated : May 22, 2021, 4:32 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details