নয়াদিল্লি, 11 জানুয়ারি: 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল কংগ্রেসকে ৷ কিন্তু এই আমন্ত্রণ প্রত্যাখান করেছে 'হাত' শিবির ৷ দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না কংগ্রেস ৷ রাম মন্দির উদ্বোধনকে 'বিজেপি এবং আরএসএসের অনুষ্ঠান' বলে আমন্ত্রণ প্রত্যাখান করেছে কংগ্রেস ৷ সোশাল মিডিয়ায় বুধবার সে কথা জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ সাংসদ জয়রাম রমেশ ৷ এরপরেই কংগ্রেসের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখানকে দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন বিজেপি নেতারা ।
বৃহস্পতিবার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, "ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সমগ্র দেশের জন্য আনন্দের বিষয় । এই আমন্ত্রণ প্রত্যাখান খুবই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক এবং লজ্জাজনক ৷ কংগ্রেস সবসময় রাম জন্মভূমির বিরোধিতা করেছে ৷ কংগ্রেস দল দেশ শাসন করেছে, তবুও আজ কোথায় নেমে গিয়েছে ৷ আগামী নির্বাচনে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে । এটা কি সংঘের কর্মসূচি? এটি দেশের একটি কর্মসূচি ৷ পুরো বিশ্ব এই দিনটির জন্য অপেক্ষা করছে ৷"
বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী একটি সাংবাদিক সম্মেলনে বলেন, "কংগ্রেস কেবল সমস্ত কিছু বয়কট করে, তা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হোক বা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন অনুষ্ঠান । নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস। বয়কট করেছিল জি20 শীর্ষ সম্মেলন ৷ 2004 থেকে 2009 পর্যন্ত কংগ্রেস কার্গিল বিজয় দিবসও বয়কট করেছিল ।"