বেঙ্গালুরু, 23 ডিসেম্বর: শনিবার থেকে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের কংগ্রেস সরকার ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার নিজে এ কথা ঘোষণা করেছেন ৷ সিদ্দারামাইয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের দাবি, হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মনিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়বে ।
শুক্রবারই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন ৷ কারণ মানুষ কী পোশাক পরবে এবং কী খাবার খাবে, সেটা তার ব্যক্তিগত বিষয় । প্রত্যুত্তরে সিদ্দারামাইয়াকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র এক্সে (পূর্বতন টুইটার) একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লিখেছেন, "কংগ্রেস সরকার তরুণদের মন ধর্মের ভিত্তিতে বিভক্ত করছে।" শিকারিপুরার বিধায়ক বলেছেন, "হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্দারামাইয়ার সিদ্ধান্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মনিরপেক্ষতার বিষয়ে উদ্বেগ বাড়াবে ৷"
2022 সালে ক্ষমতায় থাকাকালীন বিজেপি সরকার কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তখন বিরোধী শিবিরে থাকা কংগ্রেস সরকার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল ৷ গেরুয়া শিবিরের হাত থেকে এখন রাজ্যের বাগডোর এসেছে হাত শিবিরের কাছে ৷ ফলে ক্ষমতায় এসেই কংগ্রেস সরকার বিজেপির হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার বিরোধী শিবিরে থাকা বিজেপি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ৷ বিজেপির রাজ্যের প্রধান বলেন, "বিভাজনমূলক রাজনীতির চেয়ে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং রাজ্যে এমন একটি পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় অনুশীলনের প্রভাব ছাড়াই পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারে ।"