পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র - হিজাব

Hijab Ban Lifted in Karnataka: আজ থেকে কর্ণাটকে হিজাব পরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ তাঁর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব ৷ বিষয়টিতে ধর্মীয় বিভাজনের রাজনীতি দেখছে গেরুয়া শিবির ৷

Hijab Ban
হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 11:47 AM IST

বেঙ্গালুরু, 23 ডিসেম্বর: শনিবার থেকে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের কংগ্রেস সরকার ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার নিজে এ কথা ঘোষণা করেছেন ৷ সিদ্দারামাইয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের দাবি, হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মনিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়বে ।

শুক্রবারই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন ৷ কারণ মানুষ কী পোশাক পরবে এবং কী খাবার খাবে, সেটা তার ব্যক্তিগত বিষয় । প্রত্যুত্তরে সিদ্দারামাইয়াকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র এক্সে (পূর্বতন টুইটার) একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লিখেছেন, "কংগ্রেস সরকার তরুণদের মন ধর্মের ভিত্তিতে বিভক্ত করছে।" শিকারিপুরার বিধায়ক বলেছেন, "হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্দারামাইয়ার সিদ্ধান্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মনিরপেক্ষতার বিষয়ে উদ্বেগ বাড়াবে ৷"

2022 সালে ক্ষমতায় থাকাকালীন বিজেপি সরকার কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তখন বিরোধী শিবিরে থাকা কংগ্রেস সরকার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল ৷ গেরুয়া শিবিরের হাত থেকে এখন রাজ্যের বাগডোর এসেছে হাত শিবিরের কাছে ৷ ফলে ক্ষমতায় এসেই কংগ্রেস সরকার বিজেপির হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার বিরোধী শিবিরে থাকা বিজেপি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ৷ বিজেপির রাজ্যের প্রধান বলেন, "বিভাজনমূলক রাজনীতির চেয়ে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং রাজ্যে এমন একটি পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় অনুশীলনের প্রভাব ছাড়াই পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারে ।"

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার বলেছেন, "আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি হিজাব নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার করার জন্য, যা বর্তমানে রাজ্যে বলবৎ রয়েছে ৷ আপনি হিজাব পরতে পারেন । আগামীকাল (23 ডিসেম্বর) থেকে কোনও বিধিনিষেধ থাকবে না । আপনি যা খুশি পরতে এবং খেতে পারেন । এটা আপনার ব্যাপার।" তিনি আরও বলেন, "আপনার পছন্দগুলি আপনার এবং আমার পছন্দগুলি আমার, এটি এত সহজ ব্যাপার ৷ আমি ধুতি এবং কুর্তা পরি এবং আপনি প্যান্ট এবং শার্ট পরেন ৷ এটা তোমাদের পছন্দ ৷ এতে দোষ কী? ৷ আমি এবং আধিকারিকরা জনগণের করের টাকা থেকে বেতন পাচ্ছি । জনসেবা আমাদের প্রথম অগ্রাধিকার । তাই মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন ৷"

ভারতীয় জনতা পার্টির নিন্দা করে সিদ্দারামাইয়া বলেন, "তারা বলে 'সবকা সাথ, সবকা বিকাশ' কিন্তু যারা টুপি, বোরখা পরে এবং দাড়ি রাখে তাদের দূরে সরিয়ে দেয় । এটাই কি সবকা সাথ, সবকা বিকাশের মানে ?"

আরও পড়ুন:

  1. মুসলিম ছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে হিজাব না-পরার ফতোয়া ! দাবি রিপোর্টে
  2. বোরখা পরেছিলেন ! উত্তরপ্রদেশের কলেজে ঢুকতে বাধা ছাত্রীদের
  3. হিজাব পরেই পরীক্ষায় বসার আর্জি, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

ABOUT THE AUTHOR

...view details