নয়াদিল্লি, 31 মার্চ:গুজরাত হাইকোর্ট কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ বাতিল করতেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রে রে করে উঠল গেরুয়াশিবির ৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে 'মিথ্য়াচারী' বলে দেগে দিল বিজেপি ৷ আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অরবিন্দ ৷ তারই ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য কমিশন বা সিআইসি গুজরাত বিশ্ববিদ্যালয়কে একটি নির্দেশ দেয় ৷ তাতে বলা হয়, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, অর্থাৎ তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য আপ নেতাকে পাঠাতে হবে ৷ কিন্তু, গুজরাত হাইকোর্ট কমিশনের সেই নির্দেশ খারিজ করে দেয় ৷ আর তাতেই উজ্জীবিত হয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নিশানা করে বিজেপি ৷
কেজরিওয়ালের বিড়ম্বনা অবশ্য এখানেই শেষ হয়নি ৷ প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখতে চাওয়ায় তাঁকে আর্থিক জরিমানাও করে গুজরাত হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে গুজরাত রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার 25 হাজার টাকা জমা দিতে হবে তাঁকে ৷ কেজরির আইনজীবী বিচারপতির এই নির্দেশ পালনের উপর স্থগিতাদেশ দেওয়ার দাবি জানালেও আদালত তা মঞ্জুর করেনি ৷