নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাতে আঘাত হানার চক্রান্ত করছে কিছু বিদেশি শক্তি ৷ তারা চাইছে দেশের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দিতে ৷ সকল দেশবাসীকে একজোট হয়ে এর বিরুদ্ধে ওঠে দাঁড়াতে হবে যাতে তাদের এই চেষ্টা সফল না হয় ৷ মার্কিন-হাঙ্গেরিয়ান ধনকুবের জর্জ সরোসের মন্তব্য প্রসঙ্গে এভাবেই পালটা প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani attacks George Soros)৷
বৃহস্পতিবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে 92 বছর বয়সি সরোস বলেন, "আদানিগোষ্ঠী শেয়ার বাজার থেকে অর্থ জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ৷ শেয়ারের দরে কারচুপিতে অভিযুক্ত আদানি, তাঁর শেয়ারের দরে তাসের ঘরের মত পতন হয়েছে ৷ নরেন্দ্র মোদি এই বিষয়ে নীরব ৷ কিন্তু তাঁকে ভারতীয় সংসদে ও বিদেশি বিনিয়োগকারীদের উত্তর দিতে হবে ৷' তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ এই ধনকুবেরের দাবি, "এই বিতর্ক ভারতের সরকারে নরেন্দ্র মোদির কর্তৃত্ব আলগা করছে এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের দরজা খুলে দিচ্ছে ৷"
স্মৃতি ইরানি এদিন বলেন, "সরোস ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ কিন্তু দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার এই অভিপ্রায় নরেন্দ্র মোদির যোগ্য নেতৃত্বে ব্যর্থ হবে ৷ ভারত এর আগেও সাম্রাজ্যবাদী এইসব শক্তিকে পরাস্ত করেছে, আবারও করবে ৷" এদিন চাছাছোলা ভাষায় সরোসকে বিঁধেছেন স্মৃতি ইরানি ৷ তিনি আরও বলেন, "উনি একজন অর্থনৈতিক যুদ্ধ চালান দুর্বৃত্ত ৷ ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনৈতিক শক্তি ৷ ভারতের এই উত্তরণই বিদেশি শক্তিগুলি সহ্য করতে পারছে না ৷ ওই ব্যক্তি আর আগেও অনেক দেশের ক্ষতি করতে চেয়েছেন এখন তাঁর চোখ পড়েছে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার উপর" ৷ জর্জ সরোসের মন্তব্যকে (George Soros controversial comment) শুধুমাত্র নরেন্দ্র মোদির উপর আক্রমণ বলে দেখতে নারাজ বিজেপি, বিষয়টিকে তারা ভারতের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা হিসেবেই দেখছে (George Soros on PM Modi) ৷
আরও পড়ুন:ইউটিউবের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন, জানুন তাঁর পরিচয়-বেতন
এদিন স্মৃতি ইরানি জানান, কোনও রাজনৈতিক দল যদি জর্জ সরোসের সুরে সুরে মেলায় তাহলে দেশের ভোটেরদের কাছে সেই দলের মুখোশ খুলে যাবে ৷ তবে এই প্রসঙ্গে পদ্মশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি ৷ শিবসেনার মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর কথায়, "ভারতীয় ধনকুবেররাও অন্য দেশ নিয়ে নিজেদের মত দেন ৷ ভাগ্যিস সেইসব দেশে ট্রোলমন্ত্রীরা সাংবাদিক বৈঠক করে দেশের বিপদ বিপদ করে চিৎকার করেন না ৷" তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট, "মাননীয়া কেন্দ্রীয় মন্ত্রী প্রত্যেক ভারতবাসীর কাছে আহ্বান জানিয়েছেন এই বিরুদ্ধে সরব হতে ৷ তাহলে চলুন আজ সন্ধ্যা 6টায় আমরা সবাই থালা বাজাই ৷"