পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP on UP Win : মোদির গভর্ন্যান্স মডেলেই ইতিহাস উত্তরপ্রদেশে, বলছে শীর্ষ নেতৃত্ব - Sudhanshu Trivedi said the BJP will end up winning close to 300 seats

বিজেপি মুখপাত্রের মতে, তিনশোর কাছাকাছি আসনে জিতেই উত্তরপ্রদেশে শেষ করবে বিজেপি (Sudhanshu Trivedi said the BJP will end up winning close to 300 seats) ৷

BJP on UP Win
মোদির গভর্ন্যান্স মডেলেই ইতিহাস উত্তরপ্রদেশে, বলছে শীর্ষ নেতৃত্ব

By

Published : Mar 10, 2022, 3:17 PM IST

লখনউ, 9 মার্চ : সমস্ত পারমুটেশন-কম্বিনেশনের অবসান ৷ বিরোধীদের কার্যত 'ক্লিন সুইপ' করে টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি ৷ গতবারের তুলনায় কিছু কমলেও আড়াইশোর বেশি আসনে জিতে গো-বলয়ের সর্ববৃহৎ রাজ্যে 'নয়া ইতিহাস' তৈরির পথে পদ্মশিবির (BJP says new history being created in Uttar Pradesh) ৷ কিন্তু যোগীর এই ব্যাপক সাফল্যের নেপথ্যের কারণ কী ? বিজেপির শীর্ষ নেতৃত্ব বলছে, নরেন্দ্র মোদির শাসন মডেল অনুসরণ করেই যোগীরাজ্যে প্রত্যাশিত সাফল্য এসেছে (Narendra Modi's governance model is the reason behind this expected win) ৷

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জানান, নরেন্দ্র মোদির জনদরদী বিভিন্ন পলিসি মানুষের বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে ৷ বিজেপি মুখপাত্রের মতে, তিনশোর কাছাকাছি আসনে জিতেই উত্তরপ্রদেশে শেষ করবে বিজেপি (Sudhanshu Trivedi said the BJP will end up winning close to 300 seats) ৷

তাঁর কথায়, "উত্তরপ্রদেশে ইতিহাস তৈরি করতে চলেছে বিজেপি ৷ দেশের বৃহত্তম এবং রাজনৈতিক দিক দিয়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজ্যে কোনও মুখ্যমন্ত্রীর এর আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি ৷ "

আরও পড়ুন :গেরুয়া ঝড়ে 'হাত' গোটাচ্ছে মণিপুরও, বিরাট জয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

তেজস্বী সূর্য টুইটে লেখেন, "উত্তরপ্রদেশের মানুষ চুপ থাকলেও ভোটবাক্সে তাদের সমর্থন সজোরে দিয়েছেন ৷" গেরুয়া শিবিরের একাধিক শীর্ষস্থানীয় নেতা মোদির পাশাপাশি সমান কৃতিত্বের দাবিদার বলছেন যোগী আদিত্যনাথকে ৷ সুচারুভাবে একাধিক জনদরদী প্রকল্পে নিজের গড় রক্ষা করলেন তিনি ৷ বলছেন পদ্মশিবিরের নেতারা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details