নয়াদিল্লি, 27 মার্চ: সাভারকর ইস্যুতে কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে আরও চড়া সুরে আক্রমণ করল বিজেপি (BJP Slams Rahul Gandhi on Savarkar Statement) ৷ আর তা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী (Hardeep Singh Puri) ৷ তিনি রাহুল গান্ধিকে কার্যত ‘গাধা’র সঙ্গে তুলনা করলেন ৷ অন্যদিকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মতে, রাহুল কোনোদিনও সাভারকরের মতো হতে পারবেন না ৷
গত বৃহস্পতিবার একটি ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের কারাদণ্ড হয় রাহুল গান্ধির (Rahul Gandhi Sentence) ৷ তার জেরে শুক্রবার তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয় (Rahul Gandhi Disqualification as MP) ৷ পরদিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল ৷ সেখানে তাঁর কাছে বিজেপির ক্ষমা চাওয়ার দাবি নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, ‘‘আমি সাভারকর নই, আমি গান্ধি... ৷’’
তার পর থেকে এই ইস্যুতে বিজেপি সরব হয়েছে ৷ সেদিনই মহারাষ্ট্র বিধানসভায় রাহুলের বিরুদ্ধে সরব হন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ শিবসেনার ওই নেতা এই মন্তব্যের জন্য রাহুলের শাস্তির দাবি জানান ৷ তার পর সময় যত এগিয়েছে, এই ইস্যুতে ততই রাহুলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি ৷
সোমবার এই নিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী এই মন্তব্যের জন্য রাহুল ‘ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায় গাধা’ বলে উল্লেখ করেন ৷ রাহুলের মন্তব্য নিয়ে কংগ্রেসের আত্মসীক্ষা করা উচিত বলেও তিনি মনে করেন ৷ তাঁর দাবি, বিজেপি মনে করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও বিনায়ক দামোদর সাভারকরকে বিস্মৃত করে রাখা হয়েছিল ৷