লখনউ, 1 জুন : করোনা পরিস্থিতি সামলানো নিয়ে একাধিক অভিযোগে বিদ্ধ হচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ৷ কারণ, আগামী বছরই হিন্দি বলয়ের ওই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ প্রশ্ন উঠছে যে 2017 সালে যে বিপুল সাফল্য এসেছিল বিজেপির, সেই সাফল্য কি ধরে রাখা যাবে ?
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ এখনও প্রায় আট-ন’মাস বাকি ওই নির্বাচনের ৷ কিন্তু এখন থেকেই গতবারের সাফল্য ধরে রাখতে তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে ৷ উত্তর প্রদেশ নিয়ে দলের তরফে একাধিক বৈঠক হয়ে গিয়েছে ৷ গতকাল, সোমবার আরও একটি পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে ৷ যা আজ, মঙ্গলবার পর্যন্ত চলার কথা ৷
বিজেপি সূত্রে খবর, ওই বৈঠক লখনউতে হচ্ছে ৷ সেখানে দিল্লি থেকে দু’জন নেতা উপস্থিত রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ৷ আর দ্বিতীয় জন কেন্দ্রীয়মন্ত্রী রাধা মোহন সিং ৷ মূলত উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীদের নিয়ে ওই বৈঠক চলছে ৷