কানপুর, 7 জুলাই : খেলা হবে । বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ঘুরে এই স্লোগান হয়ে জাতীয় রাজনীতিতেও । আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন । প্রতিটি দলই নিজের নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে । আর একইসঙ্গে পাল্লা দিয়ে চলছে ফেস্টুন-প্ল্যাকার্ড-হোর্ডিং লাগানোর কাজ ।
বাংলার খেলা হবে স্লোগানে এবার ছেয়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতির আকাশ । কিছুদিন আগেই কানপুর ও বারাণসীতে "2022 মে খেলা হই" (2022-এ খেলা হবে) স্লোগান দেখা গিয়েছিল সমাজবাদী পার্টির হোর্ডিংয়ে । এবার তার পাল্টা হোর্ডিং দেখা গেল বিজেপি শিবির থেকেও । লেখা রয়েছে, "2022 মে খেলা না হই" । মানে 2022 সালে খেলা হবে না । বোঝাই যাচ্ছে অখিলেশ যাদবদের হোর্ডিংকে তির্যক কটাক্ষ করে এই হোর্ডিং লাগানো হয়েছে ।