পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে খেলা হবে না, অখিলেশদের পর যোগীরাজ্যে পাল্টা হোর্ডিং - Yogi Adityanath

জমে উঠছে উত্তরপ্রদেশের ভোটের খেলা । অখিলেশ যাদবরা আগেই হোর্ডিং দিয়েছিলেন, খেলা হবে । এবার পাল্টা হোর্ডিং ঝোলালেন যোগী আদিত্যনাথরা । হোর্ডিংয়ে লেখা, উত্তরপ্রদেশে খেলা হবে না ।

খেলা হবে
খেলা হবে

By

Published : Jul 7, 2021, 5:19 PM IST

কানপুর, 7 জুলাই : খেলা হবে । বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ঘুরে এই স্লোগান হয়ে জাতীয় রাজনীতিতেও । আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন । প্রতিটি দলই নিজের নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে । আর একইসঙ্গে পাল্লা দিয়ে চলছে ফেস্টুন-প্ল্যাকার্ড-হোর্ডিং লাগানোর কাজ ।

বাংলার খেলা হবে স্লোগানে এবার ছেয়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতির আকাশ । কিছুদিন আগেই কানপুর ও বারাণসীতে "2022 মে খেলা হই" (2022-এ খেলা হবে) স্লোগান দেখা গিয়েছিল সমাজবাদী পার্টির হোর্ডিংয়ে । এবার তার পাল্টা হোর্ডিং দেখা গেল বিজেপি শিবির থেকেও । লেখা রয়েছে, "2022 মে খেলা না হই" । মানে 2022 সালে খেলা হবে না । বোঝাই যাচ্ছে অখিলেশ যাদবদের হোর্ডিংকে তির্যক কটাক্ষ করে এই হোর্ডিং লাগানো হয়েছে ।

উত্তরপ্রদেশে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে বেশ ভাল ফল করেছে অখিলেশের দল । সেই তুলনায় বিজেপির ঘাঁটি বলে পরিচিত একাধিক এলাকায় হোঁচট খেতে হয়েছে গেরুয়া শিবিরকে । সেই জায়গায় দাঁড়িয়ে, সমাজবাদী পার্টি সামনের বিধানসভা ভোটে বিজেপিকে বেশ ভাল টক্কর দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

একুশের বঙ্গভোটে খেলা হবে স্লোগান ছিল তৃণমূলের অন্যতম হাতিয়ার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে হুইল চেয়ারে বসে খেলে দেখিয়ে দিয়েছেন বিজেপিকে । আর সেই পথেই এবার হাঁটতে চাইছেন অখিলেশরাও ।

ABOUT THE AUTHOR

...view details