নয়াদিল্লি, 19 অগস্ট :মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙা হয়েছে পাকিস্তানের লাহোরে ৷ তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভে উত্তপ্ত হল নয়াদিল্লি ৷ রাজধানীতে পাকিস্তানের দূতাবাসের সামনে চলল বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ৷ সেখানে গেরুয়া শিবিরের যুব নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের দিল্লির সভাপতি আদেশ গুপ্তা, সরদার আরপি সিং, রাজীব বব্বর ও অশোক গোয়েল ৷
এদিনের কর্মসূচির জন্য পাকিস্তানি দূতাবাসের বাইরে নিরাপত্তার ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছিল ৷ ফলে উত্তপ্ত পরিস্থিতি কখনও মারাত্মক হয়নি ৷ বিক্ষোভকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুশপুতুল পোড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ৷
আরও পড়ুন :CJI : বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্ভাবনার খবর দুর্ভাগ্যজনক, অসন্তোষ প্রকাশ রামানার
এদিন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা প্রথমে হাজির হন নয়াদিল্লির তিন মূর্তির কাছে ৷ তার পর সেখান থেকে তাঁরা পাকিস্তানের দূতাবাসের সামনে পৌঁছান ৷ সেখানে দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা জানান, পাকিস্তানের সরকারের বিকৃত মানসিকতা প্রকাশ পেয়েছে লাহোরে মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙার মাধ্যমে ৷ এতে শিখ সম্প্রদায় ক্ষুব্ধ ৷ তাঁর দাবি, এই প্রথমবার নয় ৷ এর আগে তিনবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷