পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat BJP Manifesto: গুজরাতে সন্ত্রাস-দেশদ্রোহ নির্মূল করতে মৌলবাদ বিরোধী সেল তৈরির প্রতিশ্রুতি বিজেপির - কংগ্রেস

আগামী দু’দফায় গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Polls 2022) ৷ ওই ভোটের ইস্তাহার শনিবার প্রকাশ করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ তিনি জানিয়েছেন, দেশ বিরোধী শক্তি ও জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলগুলিকে খতম করতে মৌলবাদ বিরোধী সেল (Anti Radicalisation Cell) তৈরি করা হবে ৷

BJP Promisies to form Anti Radicalisation Cell in Gujarat Manifesto
Gujarat BJP Manifesto: গুজরাতে সন্ত্রাস-দেশদ্রোহ নির্মূল করতে মৌলবাদ বিরোধী সেল তৈরির প্রতিশ্রুতি বিজেপির

By

Published : Nov 26, 2022, 8:33 PM IST

আমেদাবাদ, 26 নভেম্বর: গুজরাতে (Gujarat) মৌলবাদ বিরোধী সেল (Anti Radicalisation Cell) তৈরির প্রতিশ্রুতি দিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ পশ্চিম ভারতের ওই রাজ্যে আগামী মাসে বিধানসভা ভোট (Gujarat Assembly Polls 2022) ৷ সেই কারণে শনিবার বিজেপির ইস্তাহার প্রকাশিত হয় ৷ সেই ইস্তাহারেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে যে বিজেপির সরকার আবার ক্ষমতা হয় গুজরাতে চালু হবে ইউনিফর্ম সিভিল কোড (UCC) ৷

এদিন আমেদাবাদে বিজেপির ইস্তাহার প্রকাশ করেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ তিনি জানান, দেশ বিরোধী শক্তি ও জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলগুলিকে শেষ করতেই এই মৌলবাদ বিরোধী সেল তৈরি করা হবে ৷

এছাড়াও ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ তার মধ্যে অন্যতম, ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) ৷ এছাড়া আগামী পাঁচ বছরে গুজরাতের এক লক্ষ মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ গুজরাতের অর্থনীতি 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ওই ইস্তাহারে ৷

আরও প্রতিশ্রুতি হল, গুজরাতে 5 লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনা হবে ৷ ওই রাজ্যকে ভারতের প্রতিরক্ষা ও উড়ান ক্ষেত্রের উৎপাদক হাব হিসেবে গড়ে তোলা হবে ৷ সড়ক যোগাযোগ আরও উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি ৷

মহিলাদের জন্য ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ কিন্ডার গার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, কলেজ ছাত্রীদের জন্য স্কুটি, মহিলা সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে বাসে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷

1995 সাল থেকে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় রয়েছে ৷ 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রধানমন্ত্রী হওয়ার পরও গুজরাতে তাঁর জনপ্রিয়তা ও মুখ্যমন্ত্রী হিসেবে করা কাজকেই বাজি ধরে ভোটে লড়ছে বিজেপি ৷

এতদিন সেখানে কংগ্রেসই (Congress) ছিল মূল প্রতিপক্ষ ৷ কিন্তু এবার আম আদমি পার্টিও (AAP) রয়েছে লড়াই ৷ আগামী মাসে দু’দফায় ভোট ওই রাজ্য়ে ৷ এখন দেখার বিজেপি সেখানে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় কি না !

আরও পড়ুন:গুজরাতে বিজেপি-এর 'ডাবল ইঞ্জিন' কি লাইনচ্যুত করতে পারবেন বিরোধীরা ?

ABOUT THE AUTHOR

...view details