হায়দরাবাদ, 2 জুলাই: এমভিএ সরকার ফেলে দিয়েছে বিদ্রোহী শিন্ডে আর বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস ৷ 2024-এর খুব দেরি নেই ৷ মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরে দেশের অন্য রাজ্যগুলিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির ৷ তেলেঙ্গানার হায়দরাবাদে 2-3 জুলাই দু'দিনের কার্যকরী সমিতির বৈঠক শুরু হয়েছে আজ ৷ শুক্রবার কেসিআরের শহরে রোড-শো করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার তিনি দলের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকের (BJP National Executive Meeting) উদ্বোধন করেন ৷
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইদিনে বেগমপেট বিমানবন্দরে পা রাখছেন বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা ৷ তাই মুখ্যমন্ত্রী কেসিআর যশবন্তকেই অভ্যর্থনা জানাতে যাবেন, মোদিকে নয় ৷ অথচ একই বিমানবন্দরেই নামবেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে একজন মাত্র টিআরএস মন্ত্রী থাকবেন (BJP President inaugurates BJP National Executive Meeting in Hyderabad Telangana) ৷
আরও পড়ুন: রাহুল গান্ধিকে নিয়ে অশ্লীল মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর ! হিমন্তের ইস্তফা চাইলেন কেসিআর