পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP Campaign Strategy: পেয়েছেন স্বস্তি, ফিরবেন লোকসভায় ; রাহুলকে আক্রমণে নয়া ছক বিজেপির

সুপ্রিম কোর্টের রায়ে হয়তো সাংসদ পদ ফিরে পাবেন রাহুল ৷ এমনই আবহে এবার কংগ্রেস নেতাকে অন্যভাবে আক্রমণের ছক কষছে বিজেপি ৷

ETV Bharat
রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে

By

Published : Aug 6, 2023, 11:35 AM IST

Updated : Aug 6, 2023, 11:41 AM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: সুপ্রিম কোর্টের রায়ই কি তাঁর জন্য বুমেরাং হতে চলেছে ? শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চের রায় তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে ৷ কয়েকটি সূত্রের দাবি, সংসদের চলতি অধিবেশনেই লোকসভায় ফিরতে পারেন রাহুল ৷ দেশের সর্বোচ্চ বিচারালয় রাহুলকে রেহাই দিলেও বিজেপি এবার তাঁকে নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে ৷

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে গড়ে উঠেছে ইন্ডিয়া জোট ৷ সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন শীর্ষ নেতাকে সামনে রেখেই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল তৈরি করছে ৷ এর তৃতীয় বৈঠক হবে 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর ৷ এবার আয়োজক মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিব সেনা এবং শরদ পাওয়ারের নেতৃত্বে থাকা এনসিপি ৷ তাদের সমর্থন করেছে কংগ্রেস ৷ এর আগে পটনা এবং বেঙ্গালুরুতে বৈঠক হয়েছে।

বিরোধী শিবির যখন রণকৌশল ঢেলে সাজাচ্ছে, তখন গেরুয়া শিবির রাহুল গান্ধিকে আক্রমণের তোড়জোড় শুরু করছে ৷ শীর্ষ এক বিজেপি নেতা একটি সংবাদসংস্থাকে জানান, সর্বোচ্চ আদালতের রায়ের উপর দল কোনও কথা বলবে না ৷ তবে রাহুল গান্ধির কাছে আমাদের একটাই প্রশ্ন, সুপ্রিম কোর্ট নিয়ে তাঁর চিন্তাভাবনাটা ঠিক কী? এ বিষয়ে তিনি রামলীলা ময়দান থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় নানারকম মন্তব্য করে থাকেন ৷ এমনকী লন্ডন, আমেরিকাও বাদ যায় না ৷ এখন তিনি কী বলবেন সেটাই জানতে চাই আমরা।

2019 সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলার জেলায় মোদি পদবি নিয়ে একটি মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি ৷ এতে বিতর্ক তৈরি হয়। গুজরাতের আদালতে মানহানির মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ এই মামলায় সুরাতের জেলা আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে এবং 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করে ৷ রায় বহাল রেখেছিল গুজরাত হাইকোর্ট ৷ এরপর 4 অগস্ট সুপ্রিম কোর্ট গুজরাতের আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে ৷ এই ঘটনায় দেশজুড়ে রীতিমতো উৎসব পালন করেছে কংগ্রেস ৷ এই পরিস্থিতিতে বিজেপির ওই শীর্ষ প্রশ্ন, তিনি প্রায়ই দেশের বাইরে গিয়ে ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রাহুল ৷ এবার দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা, সংবিধান নিয়ে কী বলবেন তিনি?

আরও পড়ুন: 'সত্যের জয় হবেই', সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুললেন রাহুল

Last Updated : Aug 6, 2023, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details