নয়াদিল্লি,1 ফেব্রুয়ারি: দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পরই রাজনৈতিকভাবে তৎপর হবে বিজেপি । আগামী 12 দিন ধরে বিশেষ প্রচার চলবে দেশের বিভিন্ন প্রান্তে। বাজেট থেকে সাধারণ মানুষের কী কী প্রাপ্তি হল তা এভাবেই তুলে ধরা হবে। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদির নেতৃত্বে চলবে এই বিশেষ প্রচার (BJP leader Sushil Kumar Modi will lead the special campaign)।
বাজেটের কতটা জনমোহিনী তা ভালোভাবে বোঝাতে ইতিমধ্যেই টাস্কফোর্স গঠন করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সেখানে সুশীল মোদি ছাড়াও আছেন দলের সাধারণ সম্পাদক সুনাীল বনসল থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নেতা থাকছেন । তাছাড়া বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে। বলা হয়েছে, বাজেট পেশ হওয়ার পরই বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সাংবাদিক বৈঠক করবেন। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানে দলের রাজ্য সভাপতি বা ওই ধরনের কোনও গুরুত্বপূর্ণ নেতা সাংবাদিক বৈঠক করবেন।