দেরাদুন, 10 মার্চ : উত্তরাখণ্ডেও ফুটতে চলেছে পদ্মফুল ৷ রাজ্যের 70টি বিধানসভা কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে এগিয়ে বিজেপি ৷
শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরাখণ্ডে 47টি বিধানসভা আসনে এগিয়ে গেরুয়া শিবির ৷ যেখানে প্রধান বিরোধী কংগ্রেস 22টি আসনে এগিয়ে ৷
বিএসপি এবং নির্দল প্রার্থীরা দু‘টি করে আসনে এগিয়ে। কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হরিশ রাওয়াত পিছিয়ে ৷
আরও পড়ুন :JP Nadda on Bengal Politics : বাংলায় নৈরাজ্যের চরম অবস্থা চলছে, উত্তরাখণ্ডে বাঙালিদের অনুষ্ঠানে তোপ নাড্ডার
উল্লখ্য, 2017 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির 57টি আসন পেয়েছিল ৷ 11টি আসন পেয়েছিল কংগ্রেস ৷ বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও কংগ্রেস আশা করেছিল, এই রাজ্যে শেষ হাসি হাসবে তারাই ৷ কিন্তু এদিন ইভিএম খোলার পর প্রথম দিকে সমানে সমানে লড়াই চললেও বেলা যত গড়াতে থাকে, ততই স্পষ্ট হতে থাকে উত্তরাখণ্ডে কংগ্রেসের আশায় জল ঢেলে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই ৷ উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ড, এই দুই রাজ্যই নিজেদের ধ্বজা উড়িয়ে লোকসভা ভোটের আগে স্বভাবতই উজ্জীবিত গেরুয়া শিবির ৷ অন্যদিকে উত্তরপ্রদেশে ভরাডুবির পর উত্তরাখণ্ডে ধাক্কা খেয়ে আরও গাড্ডায় পড়ল কংগ্রেস ৷
ক্ষমতাসীন বিজেপি এবার টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছে উত্তরাখণ্ডে, যা রাজ্যের 21 বছরের ইতিহাসে কখনও ঘটেনি।