পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব, কেন্দ্রকে চিঠি এলজি-র - রাষ্ট্রপতি শাসন

কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার পড়ে গিয়েছি । তবে পুদুচেরিতে নয়া সরকার গড়ার আবেদন জানাচ্ছে না বিজেপি । বিশেষ সূত্রে খবর, সেখানে রাষ্ট্রপতি শাসন জারির জন্য প্রস্তাব দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন ।

পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসন
পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসন

By

Published : Feb 24, 2021, 8:53 AM IST

Updated : Feb 24, 2021, 10:52 AM IST

পুদুচেরি, 24 ফেব্রুয়ারি:পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব দিলেন লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন । কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু হয়ে ক্ষমতা হারানোর পর বিজেপি ও তার শরিকেরা আর সরকার গঠন করতে চায়নি। সেই কারণে সেখানে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর ।

জানা গিয়েছে, তাঁর প্রস্তাব সম্বলিত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে । আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবে শিলমোহর পড়তে পারে ।

নির্বাচনের মাত্র তিন মাস আগে সংখ্যালঘু হয়ে পড়ায় সোমবার পড়ে যায় ভি নারায়ণস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-ডিএমকে জোটের সরকার । শাসক দলের ৬ জন বিধায়ক ইস্তফা দেওয়ায়, 26 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা ধরে রাখতে পারেনি শাসক দল । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন ভি নারায়ণস্বামী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা ।

আরও পড়ুন:আস্থা ভোটে হার ! পুদুচেরিতে পড়ে গেল কংগ্রেস সরকার

ইস্তফা দিয়েছিলেন কংগ্রেসের 5 জন ও ডেএমকে-র একজন বিধায়ক । এই 6 জনের মধ্যে থেকে দু জন ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন । বাকিদের গেরুয়া শিবিরে যোগ দেওয়াটা এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে ।

Last Updated : Feb 24, 2021, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details