পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kejriwal Slams PM Modi: আপের সৎ রাজনীতি হজম করতে পারছে না বিজেপি: কেজরি - গুজরাতের বিধানসভা নির্বাচন

আম আদমি পার্টির সৎ রাজনীতি হজম করতে পারছে না বিজেপি (Kejriwal Slams PM Modi)৷ এই ভাষাতেই গেরুয়া শিবিরকে একহাত নিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ তিনি এ দিন তীব্র কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্দেশেও ৷

BJP not able to digest AAP honest politics: Arvind Kejriwal
আপের সৎ রাজনীতি হজম করতে পারছে না বিজেপি: কেজরি

By

Published : Sep 18, 2022, 2:54 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর:গুজরাতের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ও বিজেপি (Kejriwal Slams PM Modi)৷ আর সে জন্যই দুর্নীতির দোহাই দিয়ে আম আদমি পার্টিকে তাঁরা পিষে ফেলতে চাইছেন ৷ এমনই কড়া ভাষায় নরেন্দ্র মোদি ও তাঁর দলের উদ্দেশে আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর কটাক্ষ, আপের জনপ্রিয়তা ও সৎ রাজনীতি হজম করতে পারছে না গেরুয়া শিবির ৷ সেই জন্যই আম আদমি পার্টির মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে অভিযোগ কেজরির (Arvind Kejriwal)৷

এ দিন প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে অরবিন্দ কেজরিওয়াল (BJP not able to digest AAP honest politics) বলেছেন, গুজরাতের বিধানসভা নির্বাচনের (Gujarat assembly elections) আগে আপের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে বিজেপি এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছে যে, "প্রধানমন্ত্রীর উপদেষ্টা হীরেন যোশি বেশ কয়েকটি টিভি চ্যানেলের মালিক ও সম্পাদককে বলেছেন যে, আপের খবর যেন সম্প্রচার করা না হয় ৷ আর তা করলে কঠিন মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷" যদিও এই অভিযোগের জবাব এখনও মেলেনি প্রধানমন্ত্রীর দফতর বা যোশির তরফে ৷

আরও পড়ুন:কেজরির দলের স্বীকৃতি বাতিলের দাবিতে কমিশনকে চিঠি অবসরপ্রাপ্ত আমলাদের

কেজরি এই নিয়ে আরও বলেছেন, "এগুলো বন্ধ করুন ৷ যদি এই সম্পাদকেরা যোশির মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন, তাহলে প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টা কেউই দেশবাসীর সামনে আর মুখ দেখানোর মতো অবস্থায় থাকবেন না ৷ আমরা গুজরাতে সরকার গড়ব ৷" প্রধানমন্ত্রীর 'রেওয়ারি সংস্কৃতি' মন্তব্যের কড়া সমালোচনা করে কেজরিওয়াল এ দিন বলেন, "শুধু একজন অসৎ (ব্যক্তি), একজন দুর্নীতিবাজ এবং একজন বিশ্বাসঘাতকই বলবে যে বিনামূল্যের জিনিসপত্র দেশের জন্য ভালো নয় । যদি কোনও রাজনীতিবিদ বলেন, ফ্রিতে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে ৷"

ABOUT THE AUTHOR

...view details