পশ্চিমবঙ্গ

west bengal

জমি দখল মামলায় অন্তর্বর্তী সুরক্ষা খারিজ বৈজয়ন্ত পাণ্ডার

BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জে'পাণ্ডা এবং তাঁর স্ত্রী জাগি মঙ্গত পাণ্ডা OTV-র মালিক এবং ওড়িশা ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার ও প্রোমোটার । খোরধা জেলার সরুয়া গ্রামের তপসিলি জাতির থেকে বেআইনীভাবে 7 একরেরও বেশি জমি ক্রয়ের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে ।

By

Published : Nov 22, 2020, 9:19 PM IST

Published : Nov 22, 2020, 9:19 PM IST

BJP National VP Jay Panda
BJP National VP Jay Panda

ভুবনেশ্বর, 22 নভেম্বর : জমি দখল মামলায় ফের অস্বস্তিতে BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা । এই মামলায় 6 নভেম্বর বৈজয়ন্ত পাণ্ডা ও তাঁর স্ত্রী-কে 12 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল ওড়িশা হাইকোর্ট, আজ তা খারিজ করল উচ্চ আদালত ।

BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জে'পাণ্ডা এবং তাঁর স্ত্রী জাগি মঙ্গত পাণ্ডা OTV-র মালিক এবং ওড়িশা ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার ও প্রোমোটার । খোরধা জেলার সরুয়া গ্রামের তপসিলি জাতির থেকে বেআইনীভাবে 7 একরেরও বেশি জমি ক্রয়ের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে ।

জমি দখল সংক্রান্ত এই মামলায় EOW (ইকনমিক অফেন্সেস উইং)-এ দায়ের হওয়া FIR বাতিল করার আবেদন জানিয়ে ওড়িশা ইনফ্রাটেকের আবেদন শুক্রবার খারিজ করেছে উচ্চ আদালত ।

রায় ঘোষণার সময় বিচারপতি বি পি রাউতরে জানান, ফৌজদারি কার্যক্রমে, বিশেষত বিচারাধীন তদন্তের পর্যায়ে, হস্তক্ষেপ করতে চায় না আদালত এবং সেই অনুযায়ী ওড়িশা ইনফ্রাটেকের আবেদন খারিজ করে দেয় ।

শিল্পপতি-রাজনীতিবিদ বৈজয়ন্ত পাণ্ডা এবং জাগি মঙ্গত পাণ্ডার গ্রেপ্তারি থেকে সুরক্ষা দেয় এমন অন্তর্বর্তীকালীন আদেশগুলিও বাতিল করে হাইকোর্ট ।

তপসিলি জমি মালিকদের তরফে রাজ্যসভার সাংসদ অমর পট্টনায়ক বলেন, "হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেয়েছেন 'জে' ও জাগি পাণ্ডা । এই রায় তাঁদের দেওয়া সমস্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষা বাতিল করেছে । এটি আইনের শাসনের সুস্পষ্ট প্রমাণ । আমি আনন্দিত । আমার ক্লায়েন্ট তপসিলি জাতির জমি মালিক, যাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, তাঁরা কেবল তাদের জমিই ফেরত পাবেন না বরং এই রায় পাণ্ডাদের অর্থ এবং শক্তির বিরুদ্ধে তাঁদের ক্ষমতায়নও করবে ।"

ABOUT THE AUTHOR

...view details