ভুবনেশ্বর, 22 নভেম্বর : জমি দখল মামলায় ফের অস্বস্তিতে BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা । এই মামলায় 6 নভেম্বর বৈজয়ন্ত পাণ্ডা ও তাঁর স্ত্রী-কে 12 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল ওড়িশা হাইকোর্ট, আজ তা খারিজ করল উচ্চ আদালত ।
BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জে'পাণ্ডা এবং তাঁর স্ত্রী জাগি মঙ্গত পাণ্ডা OTV-র মালিক এবং ওড়িশা ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার ও প্রোমোটার । খোরধা জেলার সরুয়া গ্রামের তপসিলি জাতির থেকে বেআইনীভাবে 7 একরেরও বেশি জমি ক্রয়ের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে ।
জমি দখল সংক্রান্ত এই মামলায় EOW (ইকনমিক অফেন্সেস উইং)-এ দায়ের হওয়া FIR বাতিল করার আবেদন জানিয়ে ওড়িশা ইনফ্রাটেকের আবেদন শুক্রবার খারিজ করেছে উচ্চ আদালত ।
রায় ঘোষণার সময় বিচারপতি বি পি রাউতরে জানান, ফৌজদারি কার্যক্রমে, বিশেষত বিচারাধীন তদন্তের পর্যায়ে, হস্তক্ষেপ করতে চায় না আদালত এবং সেই অনুযায়ী ওড়িশা ইনফ্রাটেকের আবেদন খারিজ করে দেয় ।
শিল্পপতি-রাজনীতিবিদ বৈজয়ন্ত পাণ্ডা এবং জাগি মঙ্গত পাণ্ডার গ্রেপ্তারি থেকে সুরক্ষা দেয় এমন অন্তর্বর্তীকালীন আদেশগুলিও বাতিল করে হাইকোর্ট ।
তপসিলি জমি মালিকদের তরফে রাজ্যসভার সাংসদ অমর পট্টনায়ক বলেন, "হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেয়েছেন 'জে' ও জাগি পাণ্ডা । এই রায় তাঁদের দেওয়া সমস্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষা বাতিল করেছে । এটি আইনের শাসনের সুস্পষ্ট প্রমাণ । আমি আনন্দিত । আমার ক্লায়েন্ট তপসিলি জাতির জমি মালিক, যাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, তাঁরা কেবল তাদের জমিই ফেরত পাবেন না বরং এই রায় পাণ্ডাদের অর্থ এবং শক্তির বিরুদ্ধে তাঁদের ক্ষমতায়নও করবে ।"