পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajya Sabha Election 2022: রাজ্যসভা নির্বাচনে বিপ্লবকে প্রার্থী করল বিজেপি

আগামী 22 সেপ্টেম্বর রাজ্যসভা নির্বাচন (Rajya Sabha Election 2022) অনুষ্ঠিত হবে ৷ তার আগে শুক্রবার রাতে প্রার্থী হিসাবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Tripura CM) বিপ্লবকুমার দেবের নাম ঘোষণা করা হল বিজেপির তরফে ৷ রাজ্যসভা সাংসদ পদ থেকে মানিক সাহা পদত্যাগ করায় সেই আসনেই লড়বেন তিনি ৷

BJP names Biplab Deb as Rajya Sabha candidate from Tripura
Rajya Sabha Election 2022

By

Published : Sep 10, 2022, 10:13 AM IST

নয়াদিল্লি/আগরতলা, 10 সেপ্টেম্বর:আসন্ন রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election 2022) প্রার্থী হিসাবে বিপ্লবকুমার দেবের (Biplab Deb) নাম ঘোষণা করল বিজেপি ৷ ত্রিপুরা থেকে রাজ্যসভায় একটি আসন রয়েছে ৷ সেই আসনেই শুক্রবার রাতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Tripura CM) নাম ঘোষণা করা হল বিজেপির তরফে ৷ আগামী 22 সেপ্টেম্বর রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সদর দফতর) অরুণ সিং শুক্রবার গভীর রাতে এক বিবৃতি দিয়ে জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) বিপ্লব দেবকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে মনোনীত করেছে । পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিপ্লব দেব টুইট করেন ৷ তিনি লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), বিজেপি সভাপতি শ্রী জেপি নাড্ডা (BJP President J P Nadda) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ( Union Home Minister Amit Shah) কৃতজ্ঞতা জানাই আমাকে বিজেপি প্রার্থী হিসাবে ত্রিপুরার রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করার জন্য । আমি ত্রিপুরা এবং এখানকার জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য সর্বদা কাজ করব ।"

প্রসঙ্গত, এর আগে শুক্রবার দিনই বিজেপি সভাপতি বিপ্লবকে হরিয়ানার রাজ্য পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিলেন । গত 14 মে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান বিপ্লব ৷ রাজ্যসভা নির্বাচনে তিনি সিপিআইএম প্রার্থী ও ত্রিপুরার প্রাক্তন অর্থমন্ত্রী (Former Tripura Finance Minister) ভানুলাল সাহার বিরুদ্ধে লড়বেন ।

বিপ্লবের জায়গায় মানিক সাহা (Manik Saha) 15 মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Chief Minister of Tripura) পদে শপথ নেন ৷ সে সময় তিনি ছিলেন সংসদের উচ্চকক্ষের সদস্য । নিয়ম অনুযায়ী তাঁকে 6 মাসের মধ্যে বিধানসভার উপনির্বাচনে জিতে আসতে হত । সেইমতো জুন মাসের 23 তারিখের উপনির্বাচনে বিধানসভায় নির্বাচিত হন মানিক সাহা ৷ এরপর 4 জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন তিনি ৷ ত্রিপুরার রাজ্যসভা সাংসদ হিসাবে পদত্যাগ করায় একটি আসন খালি হয় ৷ সেই আসনেই প্রাথী হিসাবে মনোনীত করা হল বিপ্লবকে ৷

আরও পড়ুন:ত্রিপুরায় ফোটেনি ঘাস-ফুল, জীবনের প্রথম ভোটে জয়ী মুখ্যমন্ত্রী মানিক

রাজ্যসভা নির্বাচনে বিপ্লব দেবের জয় একেবারে নিশ্চিত ৷ ত্রিপুরা বিধানসভায় এনডিএর বিধায়ক সংখ্যা 44 ৷ সিপিএমের বিধায়ক আছেন 15 জন। আর একমাত্র কংগ্রেসের বিধায়ক হিসাবে রয়েছেন সুদীপ রায় বর্মণ ৷ দলীয় সূত্র অনুসারে, রাজ্যসভা নির্বাচনে সিপিআইএম মনোনীত প্রার্থীকে সমর্থন করতে পারে কংগ্রেস । অতএব সংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি । সোমবার নির্বাচন কমিশন বিজ্ঞতি জারি করে জানিয়েছেন আগামী 22 সেপ্টেম্বর রাজ্যসভা নির্বাচন ও ভোট গণনাও একই দিনে হবে ।

ABOUT THE AUTHOR

...view details