চেন্নাই, 31 জুলাই:লোকসভা ভোটের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছিল বিজেপি। রাজ্য সফরেও বেরিয়ে পড়েছেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। বসে নেই বিরোধী শিবিরও । তবে বিজোপির বরাবরের দাবি, বিরোধীদের থেকে তারা অন্তত একদিক থেকে এগিয়ে রয়েছে । 26 দলের জোটের প্রধানমন্ত্রীর মুখ কে তা নিয়ে মুখ খুলতে রাজি নয় বিরোধীরা । আর এখানেই বিজেপি-র দাবি, তাদের অন্তত সেই দুশ্চিন্তা নেই। তৃতীয়বারও যে নরেন্দ্র মোদির নেতৃত্বেই বিজেপি তথা এনডিএ ভোটের ময়দানে নামছে তাও স্পষ্ট । এবার সেই নরেন্দ্র মোদির আসনও প্রায় নিশ্চিৎ করে ফেলেছে বিজেপি ৷ প্রাথমিকভাবে সূত্র মারফৎ জানা গিয়েছে, 2024 লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর কোনও আসন থেকে দাঁড়াতে পারেন নরেন্দ্র মোদি।
বিজেপি সূত্রে খবর, দলের তৃণমূল স্তরের রিপোর্টে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রামানাথপুরম থেকে প্রার্থী হওয়া সমীচিন হবে না । আর সে করাণেই পদ্মশিবির প্রধানমন্ত্রীকে তামিলনাড়ুর কন্যাকুমারী বা কোয়েম্বাটুর থেকে প্রার্থী করা যায় কি না, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে । বিজেপি নেতা পন রাধাকৃষ্ণণ এবং সিপি রাধাকৃষ্ণণ যথাক্রমে এই আসনগুলি থেকে জিতেছিলেন। বিজেপি সূত্রে খবর, যেহেতু কোয়েম্বাটুর এবং কন্যাকুমারী দুই জায়গাতেই তৃণমূল স্তরে বিজেপির শক্ত ঘাঁটি, তাই এই দুই আসনের মধ্যে যে কোনও একটি মোদির জন্য বাছাই করার সম্ভাবনা রয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, যে দল রামানাথপুরম লোকসভা আসন থেকে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রাথমিকভাবে তৈরি হচ্ছিল। গত 9 জুলাই হায়দরাবাদে অনুষ্ঠিত দক্ষিণ ভারতের বিজেপি রাজ্য সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং দলের প্রবীণ নেতাদের বৈঠকে বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রী মোদির রামনাথপুরম নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আপত্তি জানান । সেক্ষেত্রে তাদের যুক্তি ছিল, এটি উল্লেখযোগ্যভাবে মুসলিম জনসংখ্যাধিক্য় আসন । আসনটি বর্তমানে আইইউএমএল-এর নাভাস্কানির দখলে রয়েছে।
অন্যদিকে, বিজেপি আসনটিতে একটি বিশদ অধ্যয়ন করার পরও দেখা যায়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পাশাপাশি বুথ কমিটিগুলিতেও দলের তোমন কোনও সমর্থন নেই। এরপরই বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, কন্যাকুমারী বা কোয়েম্বাটুর থেকে নরেন্দ্র মোদিকে প্রার্থী করা হতে পারে । কারণ এই দুই কেন্দ্রেই বিজেপির ব্যাপক সমর্থন রয়েছে বলেও দাবি পদ্ম শিবিরের।