চেন্নাই, 18 জানুয়ারি: মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, 2022 সালের 10 ডিসেম্বর এক যাত্রী বিমানের মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা বা ইমারজেন্সি ডোর খুলে দিয়েছিলেন ৷ এবার সেই যাত্রীর নাম সামনে এসেছে ৷ তিনি অন্য কেউ নন, বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya Allegedly Opened Emergency Exit of IndiGo Flight) ৷ বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে ছিলেন বেঙ্গালুরু দক্ষিণের এই সাংসদ ৷
তবে, ইন্ডিগোর তরফে যে বিবৃতি জারি করা হয়েছিল ৷ সেখানে অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশ করা হয়নি ৷ কেবল জানানো হয়, 6ই-7339 বিমানে চেন্নাই থেকে তিরুঅনন্তপুরমে যাওয়ার সময় একযাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন (IndiGo Flight Emergency Door Opened By Passenger) ৷ পরে বিমান কর্মী এবং পাইলটের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় ৷ কিন্তু, বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, তেজস্বী সূর্য আপৎকালীন দরজার কাছে বসেছিলেন ৷ বিমান কর্মী আপৎকালীন সময়ে কী কী করণীয়, সেই নিয়ম বোঝানোর পরেই নাকি সাংসদ ইমারজেন্সি ডোরের হাতল টেনে দেন ৷