নয়াদিল্লি, 12 ডিসেম্বর: 2 হাজার টাকার নোট (2K Rupees Note) বাতিল করার দাবি তুললেন বিজেপির সুশীল কুমার মোদি (BJP MP Sushil Modi) ৷ সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) বিজেপির এই সাংসদ 2 হাজার টাকার নোট বাতিল করার দাবি তোলেন ৷
সোমবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে এই দাবি তোলেন বিহার বিজেপির (BJP) এই নেতা ৷ তাঁর দাবি, 2 হাজার টাকার নোট ধীরে ধীরে বন্ধ করে দেওয়া উচিত ৷ এর জন্য নাগরিকদের এই নোটগুলি জমা দেওয়ার জন্য দু’বছর সময় দেওয়া উচিত । একই সঙ্গে তিনি জানান, দেশের বেশিরভাগ এটিএম থেকে 2 হাজার টাকার নোট উধাও হয়ে গিয়েছে ৷ গুজব ছড়িয়েছে যে সেগুলি শীঘ্রই এই নোটের আইনি ব্যবহার বন্ধ হয়ে যাবে ৷ আরবিআই তিন বছর আগে 2 হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল । তাই এই নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2016 সালের 8 নভেম্বর নোট বাতিলের (Demonetisation) ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেই সময় সরকার রাতারাতি পুরনো 500 এবং 1000 টাকা নোট বাতিল করে দেয় ৷ পরে নতুন 500 টাকার নোটের সঙ্গে 2 হাজার টাকার নোট চালু করে ৷ এই নিয়ে সুশীল মোদির বক্তব্য, "1 হাজার টাকার নোটের প্রচলন বন্ধ করে দিয়ে 2 হাজার টাকার নোট আনার কোনও যুক্তি ছিল না ৷"