কলকাতা, 7 জানুয়ারি :রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরকালীন নিরাপত্তাজনিত বিতর্ক নিয়ে একটি চিঠি জমা পাঠিয়েছে (BJP MP Sukanta Majumdar meets Jagdeep Dhankhar over PM security breach) ৷
সংবাদমাধ্যমে সুকান্ত মজুমদার বলেন, "পঞ্জাবে কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার সঙ্গে যেভাবে আপস করেছে, তার প্রতিবাদে আমরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি চিঠি পাঠিয়েছি (Letter to President Ram Nath Kovind) ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই চিঠি পৌঁছবে ৷ এই ঘটনা দেশের জন্য একেবারে ভাল নয় ৷ এরকম আচরণ যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ৷ বিশেষত অতীতে নিরাপত্তার অভাবে দেশের প্রাক্তন দু'জন প্রধানমন্ত্রী মারা গিয়েছেন ৷ তাই এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক ৷"
আরও পড়ুন : Sonia seeks report on PMs security lapse : পঞ্জাব মুখ্যমন্ত্রীর কাছে মোদি সফরের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তলব সোনিয়ার
কংগ্রেসের মোদি-বিরুদ্ধ মনোভাব স্পষ্ট এই ঘটনায়, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির (West Bengal BJP President) ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "এতেই বোঝা যায়, কিছু মানুষ তাঁদের পরিবারের স্বার্থ ছাড়িয়ে বের হতে পারেন না ৷ আর তাঁরা নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেননি ৷" দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, পঞ্জাব পুলিশ ভিভিআইপি নিরাপত্তার (VVIP Security) 'ব্লু বুক' (Blue Book) লঙ্ঘন করেছে ৷ প্রধানমন্ত্রীর কনভয় ভারত-পাকিস্তান সীমান্তের খুব কাছে 15-20 মিনিটের জন্য আটকে ছিল ৷ এটা সম্পূর্ণ পঞ্জাব সরকারের গাফিলতি ৷ অথচ তারা এর দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছে ৷ ঘটনার তদন্ত হওয়া উচিত এবং এর সঙ্গে যুক্ত সকলের শাস্তির দাবি জানান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ৷
গত 5 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্জাব সফরে গিয়েছিলেন ৷ সেখানে সড়কপথে ফিরোজপুর যাওয়ার পথে ভাটিন্ডা ফ্লাইওভারে মিনিট কুড়ি আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ শেষমেশ তিনি ফিরে আসেন ৷ যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷