নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ব্যবহার করেছেন ৷ পুলিশের পোশাক দেওয়া হয়েছিল এক হাজার তৃণমূল (Trinamool Congress) কর্মীকে ৷ নবান্নে অভিযানে যোগ দেওয়া বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের উপর আক্রমণের জন্যই তৃণমূল কর্মীদের পুলিশের পোশাক দেওয়া হয় ৷
গত মঙ্গলবার নবান্ন অভিযান হয় (BJP Nabanna Abhijan) ৷ সেদিন কলকাতা ও হাওড়ার বড় অংশ ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পরে দলের নেতারা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিজেপির কর্মী-সমর্থকদের উপর বিনা প্ররোচনায় আক্রমণের অভিযোগ করেন ৷
এদিন সেই নিয়েই নয়াদিল্লিতে বিজেপির অফিসে সাংবাদিক বৈঠক করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি সেখানেই মমতার বিরুদ্ধে এই অভিযোগ করেন৷ পাশাপাশি নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ৷