নয়াদিল্লি, 22 জুন : নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে বিয়ে অস্বীকার করে বিপাকে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ৷ তাঁর বিরুদ্ধে লোকসভায় ‘পরস্পরবিরোধী’ তথ্য পেশ করার অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য (Sanghmitra Maurya) ৷ এই বিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) চিঠি পাঠিয়েছেন সংঘমিত্রা ৷ করেছেন তদন্তের আবেদন ৷
বিজেপি সাংসদ বলেন, লোকসভায় ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দিয়ে বেআইনি এবং অনৈতিক কাজ করেছেন তিনি ৷ ভুল তথ্য দিয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন ৷ অধ্যক্ষকে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদের দাবি, নুসরত জাহান বিবাহিতা, নাকি বিবাহিতা নন, সেই বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া দরকার ৷ এর জন্য গোটা বিষয়টি সংসদের এথিক্স কমিটির কাছে পাঠানোর আবেদন করেছেন সংঘমিত্রা ৷
আরও পড়ুন :Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা
প্রসঙ্গত, এর আগে সংসদে নিজেকে বিবাহিতা এবং নিখিল জৈনের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছিলেন নুসরত ৷ তাঁর সেই পদক্ষেপকে ‘‘বেআইনি এবং অনৈতিক আচরণ’’ বলে উল্লেখ করেছেন সংঘমিত্রা ৷ গোটা ঘটনায় বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের বাদাউনের বিজেপি সাংসদ ৷
ওম বিড়লাকে পাঠানো চিঠিতে সংঘমিত্রা লিখেছেন, ‘‘লোকসভার নিয়মনীতির আওতায় এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা উচিত ৷ অথবা গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিষয়টিকে এথিক্স কমিটির কাছে পাঠানো হোক ৷ তারাই ওঁর (নুসরতের) বেআইনি এবং অনৈতিক কাজ খতিয়ে দেখুক ৷’’