পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bidhuri Remarks Row: 'বিধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিন,' প্রধানমন্ত্রীকে চিঠি দানিশ আলির - বিএসপি সাংসদ

প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে, দানিশ আলি তাঁর বিরুদ্ধে যেভাবে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তাঁকে নিরাপত্তা দেওয়ার দাবিও করেছেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশন চলাকালীন সাম্প্রতিক ঘটনা কেবল একজন ব্যক্তি হিসাবে তাঁর উপর আক্রমণ নয় বরং গণতন্ত্রের উপর আক্রমণ ছিল বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিএসপি সাংসদ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:36 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর:লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুরীর অবমাননাকর মন্তব্য নিয়ে বিতর্ক জারি রয়েছে ৷ ইতিমধ্যেই রমেশ বিধুরীর বিষয়টি সংসদের প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন খোদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এর মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিধুরির আচরণের প্রতিবাদে নিন্দা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএসপি সাংসদ দানিশ আলি ৷ একই সঙ্গে, তাঁর যথাযথ শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে, দানিশ আলি তাঁর বিরুদ্ধে যেভাবে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তাঁকে নিরাপত্তা দেওয়ার দাবিও করেছেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশন চলাকালীন সাম্প্রতিক ঘটনা কেবল একজন ব্যক্তি হিসাবে তাঁর উপর আক্রমণ নয় বরং গণতন্ত্রের উপর আক্রমণ ছিল বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিএসপি সাংসদ ৷

প্রকাশ্য হাউসে ঘটে যাওয়া সাম্প্রতিক লজ্জাজনক ঘটনা নিয়ে সাংসদ হিসাবে গভীর উদ্বেগ প্রকাশ করে, বিএসপি নেতা প্রধানমন্ত্রীকে হাউসের নেতা হিসাবে ঘটনাটি নিয়ে চিন্তা করার জন্যও আহ্বান জানিয়েছেন। দানিশ আলি বলেন, "আপনি অবশ্যই অবগত আছেন যে, 21 সেপ্টেম্বর থেকে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে ৷ এটি আমাদের সম্মানিত হাউসের সংসদীয় শৃঙ্খলা এবং গণতান্ত্রিক কার্যকারিতার উপর গভীর রেখাপাত করেছে ৷ একজন সংসদ সদস্য হওয়ার জন্য আমি বিশেষভাবে উদ্বিগ্ন ৷"

তিনি আরও বলেন, "হাউসের নেতা এবং আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আপনার উপর আমি বিশ্বাস রাখছি ৷ সাংসদ রমেশ বিধুরী যেভাবে অসংসদীয় এবং অশালীন ভাষা ব্যবহার করেছেন সে বিষয়টি নিয়ে আপনি গভীরভাবে বিবেচনা করুন ৷" ঘটনার সময় প্রধানমন্ত্রী মোদি হাউসে উপস্থিত ছিলেন না, তা উল্লেখ করে আলি দাবি করেছেন যে, বিধুরী তাঁর বক্তব্যের সময় প্রধানমন্ত্রীকে উল্লেখ করার সময়ও "অনুপযুক্ত ভাষা" ব্যবহার করেছিলেন।

আরও পড়ুন: মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটির মামলা ইসকনের

বিএসপি সাংসদ বলেন, "প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের ভাষা ব্যবহারের বিষয়ে আমি আপত্তি তুলেছিলাম ৷ যদিও তা একটি উদ্ধৃতিতে ছিল। হাউসের কার্যধারা থেকে এটা স্পষ্ট যে ক্ষমতাসীন দলের কোনও সদস্যই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমার অবস্থানের বিরুদ্ধে আপত্তি করেননি। আমি উঠে যখন বিধুরীকে আপনার প্রতি অসংসদীয় ভাষা ব্যবহার করার বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন তিনি বিচলিত হয়ে পড়েন ৷ এবং সম্ভবত তার ভুল বুঝতে পেরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি সংসদের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য হাউসে আমার বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক সুরে আক্রমণ করেন।” (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details