নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর:লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুরীর অবমাননাকর মন্তব্য নিয়ে বিতর্ক জারি রয়েছে ৷ ইতিমধ্যেই রমেশ বিধুরীর বিষয়টি সংসদের প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন খোদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এর মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিধুরির আচরণের প্রতিবাদে নিন্দা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএসপি সাংসদ দানিশ আলি ৷ একই সঙ্গে, তাঁর যথাযথ শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে, দানিশ আলি তাঁর বিরুদ্ধে যেভাবে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তাঁকে নিরাপত্তা দেওয়ার দাবিও করেছেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশন চলাকালীন সাম্প্রতিক ঘটনা কেবল একজন ব্যক্তি হিসাবে তাঁর উপর আক্রমণ নয় বরং গণতন্ত্রের উপর আক্রমণ ছিল বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিএসপি সাংসদ ৷
প্রকাশ্য হাউসে ঘটে যাওয়া সাম্প্রতিক লজ্জাজনক ঘটনা নিয়ে সাংসদ হিসাবে গভীর উদ্বেগ প্রকাশ করে, বিএসপি নেতা প্রধানমন্ত্রীকে হাউসের নেতা হিসাবে ঘটনাটি নিয়ে চিন্তা করার জন্যও আহ্বান জানিয়েছেন। দানিশ আলি বলেন, "আপনি অবশ্যই অবগত আছেন যে, 21 সেপ্টেম্বর থেকে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে ৷ এটি আমাদের সম্মানিত হাউসের সংসদীয় শৃঙ্খলা এবং গণতান্ত্রিক কার্যকারিতার উপর গভীর রেখাপাত করেছে ৷ একজন সংসদ সদস্য হওয়ার জন্য আমি বিশেষভাবে উদ্বিগ্ন ৷"