মুম্বই, 2 ডিসেম্বর: বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে ৷ সেই নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন ৷ যদিও তার আগেই এই মন্তব্যের জন্য তাঁকে বিভিন্ন মহলে সমালোচিত হতে হয়েছে ৷
গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Polls 2022) চলছে ৷ গতকাল, বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ৷ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ আগামী 5 ডিসেম্বর ৷ প্রচারে বিজেপির মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তবে গেরুয়া শিবিরের অন্য হেভিওয়েটরাও প্রচারে ব্যস্ত পশ্চিম ভারতের ওই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ সেই তালিকায় রয়েছেন পরেশ রাওয়ালও ৷
একটি প্রচার সভায় তিনি বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ পরে একটি ভিডিয়ো ভাইরাল হয় এই নিয়ে ৷ তা নিয়ে প্রশ্ন ওঠে, কেন তিনি এই মন্তব্য করলেন ? পরেশ রাওয়াল এই মন্তব্য নিয়ে ক্ষমা চান, এই দাবিও ওঠে ৷ টুইট করেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ তাঁর দাবি, এর জন্য পরেশের ক্ষমা চাওয়া উচিত ৷ পাশাপাশি তিনি বাঙালিদের বুদ্ধিমত্তা ও নোবেল প্রাপ্তির প্রসঙ্গ টেনেও তিনি কটাক্ষ করেন ৷
পরে অবশ্য ক্ষমা চান পরেশ রাওয়াল ৷ তিনি টুইটারে লেখেন, মাছ বিষয় ছিল না ৷ কারণ, গুজরাতিরাও মাছ রান্না করে খান ৷ তাঁর আরও দাবি, তিনি আসলে বাঙালি বলতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছেন ৷ কিন্তু এর পরও তাঁর মন্তব্যের জন্য কেউ আঘাত পেলে, তিনি ক্ষমা চাইছেন ৷
আরও পড়ুন:গুজরাতে বিজেপি-এর 'ডাবল ইঞ্জিন' কি লাইনচ্যুত করতে পারবেন বিরোধীরা ?