নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি:কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (Privilege Notice against Rahul Gandhi) আনলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (BJP MP Nishikant Dubey) ৷ তাঁর দাবি, আদানি ইস্যুতে কোনও বৈধ ও যথাযথ প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কাঠগড়ায় তুলেছেন রাহুল ৷ এতে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত অসম্মান করা হয়েছে ৷ তাই প্রতিবাদে রাহুল গান্ধির বিরুদ্ধে সংসদের অন্দরে এই পদক্ষেপ করেছেন নিশিকান্ত ৷
এই প্রসঙ্গে নিশিকান্ত দুবে বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাহুল গান্ধি বেশ কিছু যাচাই না করা, অপরাধমূলক এবং অবমাননাকর মন্তব্য করেছেন ৷" উল্লেখ্য, আদানি ইস্যুতে মঙ্গলবার লোকসভায় সরব হন রাহুল ৷ 2014 সাল থেকে 2022 সালের মধ্যে আদানি গোষ্ঠীর রেকর্ড উত্থানের নেপথ্যে মোদির প্রত্যক্ষ অবদান রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ আর তাতেই ক্ষেপে যান সরকার পক্ষের সাংসদরা ৷
আরও পড়ুন:বিরোধীদের বোকা বানানো হয়েছে, আদানি ইস্যুতে কেন্দ্রকে নিশানা মহুয়ার
বিষয়টি নিয়ে পরবর্তীতে সংসদ চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হন নিশিকান্ত দুবে ৷ তাঁর দাবি, রাহুল গান্ধি যেসব তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন, তা অবিলম্বে সর্বসমক্ষে আনা হোক ৷ নিশিকান্তর আরও বক্তব্য হল, সাংসদরা যেমন অনেক অধিকার ভোগ করেন, তেমনই তাঁদের বহু দায়িত্বও পালন করতে হয় ৷ সংসদের কোনও সদস্য যদি সভায় উপস্থিত না থাকেন, তাহলে সেই মুহূর্তে তাঁর নাম উত্থাপিত করা অনুচিত ৷ প্রসঙ্গত, মঙ্গলবার যখন আদানি ইস্যুতে সুর চড়ান রাহুল গান্ধি, সেই সময় প্রধানমন্ত্রী সংসদে ছিলেন না ৷
নিশিকান্ত দুবে এই ঘটনার রেশ টেনে রাহুল গান্ধিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, রাহুল যদি তাঁর তোলা অভিযোগের স্বপক্ষে কোনও যুৎসই প্রমাণ পেশ করতে না পারেন, তাহলে স্বাধিকার ভঙ্গের নোটিশের অধীনে তিনি তাঁর সদস্যপদ (সংসদের) খোয়াতে পারেন ৷
একইসঙ্গে নিশিকান্ত দুবে আরও একটি প্রতিশ্রুতি দিয়েছেন ! তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদি কোনও দিনই আদানির বিমান ব্যবহার করেননি ৷ এই বিষয়ে কেউ যদি আমাকে ভুল প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেব ৷" একইসঙ্গে, নাম না করে রাহুল গান্ধি ও তাঁর পরিবারকেও খোঁচা দিতে ছাড়েননি নিশিকান্ত ৷ তাঁর কথায়, "ওঁর পরিবার কোন শিল্পগোষ্ঠীর কাছ থেকে কীভাবে উপকৃত হয়েছে, কীভাবে তারা একে-অপরের সঙ্গে যুক্ত, আমি সব জানি ৷"