পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, দাবি নিশিকান্ত দুবের - বিজেপি

Nishikant Dubey on Cash for Query Case: ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ এই নিয়ে তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতেই এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ বিজেপির ওই সাংসদ মহুয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন রোধে সরকারি কর্তৃপক্ষ লোকপালেও অভিযোগ করেন ৷ বুধবার নিশিকান্ত দাবি করেন, লোকপাল এই ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷

Mahua Moitra-Nishikant Dubey
Mahua Moitra-Nishikant Dubey

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 4:56 PM IST

Updated : Nov 8, 2023, 6:30 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে, তা নিয়ে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলে দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বুধবার এক্স হ্যান্ডেলে (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) এই নিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ সেখানে বিজেপির এই সাংসদ লেখেন, ‘‘জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে মহুয়াজি দুর্নীতি করায় আমার অভিযোগের প্রেক্ষিতে লোকপাল আজ এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷’’

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ প্রথম সামনে আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনিই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে এই নিয়ে চিঠি লেখেন ৷ সেখানে তিনি দাবি করেন, আদানি সংস্থার বিরুদ্ধে প্রশ্ন করে মহুয়া মৈত্র লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চেয়েছেন ৷ এর জন্য তিনি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নেন ৷

লোকসভার অধ্যক্ষ বিষয়টি পাঠিয়ে দেন এথিক্স কমিটির কাছে ৷ এথিক্স কমিটি বিষয়টি খতিয়ে দেখছে ৷ ইতিমধ্য়ে নিশিকান্ত দুবেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে কমিটি ৷ নিশিকান্ত যে আইনজীবীর কাছ থেকে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছিলেন, সেই আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকেও ডাকে ওই কমিটি ৷ মহুয়া মৈত্রকেও ডাকা হয় ৷ তাঁর হাজিরার দিন হইচইও হয় ৷ কমিটির কয়েকজন সদস্য তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করেন বলে অভিযোগ মহুয়া ৷ তাঁকে এথিক্স কমিটির অবিজেপি সদস্যরা সমর্থনও করেন ৷

অন্যদিকে নিশিকান্ত দুবে এই নিয়ে লোকপালেও অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগ নিয়ে লোকপাল ব্যবস্থা নিয়েছে বলে বুধবার দাবি করেন বিজেপির এই সাংসদ ৷ তাঁর অভিযোগের প্রেক্ষিতে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলেও দাবি করেছেন তিনি ৷ যদিও এই নিয়ে লোকপালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

(সংবাদসংস্থা পিটিআই-এর ইনপুট-সহ)

আরও পড়ুন:'কেউ বাঁচাতে পারবে না', মহুয়াকে কড়া আক্রমণ নিশিকান্ত দুবের

Last Updated : Nov 8, 2023, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details